X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৯:৫৭আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২০:০৩

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় জিএম কাদের বলেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে উপমহাদেশে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান হলো। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, আদর্শবান ও অতুলনীয় মানবিক গুণের অধিকারী ছিলেন তিনি। জনপ্রিয় এ রাজনৈতিক ব্যক্তিত্ব গণমানুষের ভালোবাসায় বার বার নির্বাচিত হয়ে ভারতের প্রতিরক্ষা, অর্থনীতি, পরিবহন, শিল্প ও বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রণব মুখোপাধ্যায় কল্যাণমুখী রাজনীতিতে অনুকরণীয় হয়ে থাকবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ছিল গভীর অনুরাগ। ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু উপমহাদেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি করবে, তা সহসাই পূরণ হওয়ার নয়।

ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও গভীর শোক প্রকাশ করেছেন।

গত ১০ আগস্ট প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এর আগে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। সার্জারির পর থেকেই তিনি গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন। তার ফুসফুসে সংক্রমণ এবং রেনাল ডিসফাংশনের সমস্যা দেখা দেয়। এরপর থেকেই ভারত রত্ন প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। জানানো হয়, ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে সোমবার বিকাল পৌনে ৬টার দিকে ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইট বার্তায় বাবার মৃত্যুর কথা জানান।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা