X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নিজেদের ব্যর্থতা ঢাকতে দায় চাপাচ্ছে বিএনপি: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫১

ওবায়দুল কাদের বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন ও সংসদের ওপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন-সাসেক এর আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

সংসদের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তোলা বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছেন। সে হিসেবে ক্ষমতাসীন দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছেন না। সংসদে বিএনপির সদস্য সংখ্যা কম, জনগণ তাদের ভোট দেয়নি, সে দোষ কি সরকারের নাকি পার্লামেন্টের? বরং অল্প সংখ্যক সদস্য থাকলেও বিএনপির এমপিরা নিয়মিত কথা বলছেন এবং তা গণমাধ্যমেও বেশি আসছে।’

তিনি বলেন, ‘জনপ্রতিনিধি নির্বাচিত হয়েও সংসদে অংশ না নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিচারিতা করেছেন।  আর নির্বাচন যদি একপেশে হয়ে থাকে তাহলে মির্জা ফখরুল জয় পেয়েছিলেন কীভাবে? শক্তিশালী বিরোধী দল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুব গুরুত্বপূর্ণ।‘

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনও রেকর্ড নেই। নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতি সখ্যতার জন্য। জনগণ তাদের ভোট দেয়নি বলেই সংসদে তাদের প্রতিনিধি এতো কম। মির্জা খফরুল নির্বাচিত হয়েও সংসদে যাননি। কেন জনগণ তাদের ভোট দেবেন তা খুঁজে দেখার আহ্বান জানাই।’

সংসদে বিএনপির এক সদস্যের প্রশ্ন পাল্টে দেওয়ার অভিযোগের জবাবে কাদের বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার সময় আওয়ামী লীগকে সংসদে কথা বলতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের সংসদ সদস্যের সংসদে কথা বলার সময় মাইক বন্ধ করে দেওয়া হয়। সংসদ সদস্য শাহ এ এস এম কিবরিয়াকে বোমা মারা হলে তাকে আনার জন্য হেলিকপ্টার যেতে বাধা দেওয়া হয়। সেসব কি বিএনপি ভুলে গেছে?’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে চলমান প্রকল্পসমূহে দায়িত্বপ্রাপ্তদের যার যার অবস্থানে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেন তিনি।

 

 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!