X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষে দলীয়ভাবে এক কোটির বেশি গাছ লাগিয়েছে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:২১

মুজিববর্ষে দলীয়ভাবে এক কোটির বেশি গাছ লাগিয়েছে আ.লীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে সারাদেশে  এক কোটির বেশি গাছ লাগানো হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর)  এই তথ্য জানিয়েছেন দলটির বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। 

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদে (বিসিএসআইআর) সোনালু ও হৈমন্তী বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

দোলোয়ার হোসেন বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত এক  কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এই বৃক্ষরোপণ করছি।  সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে এই কর্মসূচি চলছে। আমরা ঐতিহ্যবাহী গবেষণা প্রতিষ্ঠান বিসিএসআইআরে সঙ্গে এবং তাদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়েছি।’

তিনি বলেন, ‘আমরা দলীয় পর্যায়ে ইতোমধ্যে এক কোটির বেশি চারা রোপণ করেছি। বন ও পরিবেশ উপকমিটির উদ্যোগে ১৫ লাখ চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের উদ্যোগে ১৫ থেকে ১৬ লাখ চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এখনও আমাদের কার্যক্রম চলছে। আওয়ামী লীগের প্রতিটি জেলায়ও থানা হতে তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলছে। সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোও বৃক্ষরোপণ করছে।’

দোলোয়ার হোসেন  বলেন, ‘আজকে আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানার জন্মদিন। তার জন্মদিনের সন্মানে দুটি গাছে রোপণ করলাম। একটি হলো হৈমন্তী, আরেকটি হলো সোনালু। এই দুইটিই ফুলের বৃক্ষ। ফুল যেমন নিজেকে বিলিয়ে দিয়ে মানুষকে সুভাস দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও তার কন্যারাও হচ্ছে সেই ফুলের মতো নিজেদের যতগুণ আছে, তার সবই দেশের মানুষের জন্য দিচ্ছেন। এই কারণে রূপক অর্থে আমরা বঙ্গবন্ধুর স্মরণে ও তার ছোট মেয়ে শেখ রেহানার সন্মানে এই দুইটি ফুলের বৃক্ষ রোপণ করলাম। যতদিন বর্ষাকাল চলবে ততদিনই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবো।’

তিনি  বলেন, ‘শেখ হাসিনা হয়তো বলেছেন এককোটি। আমরা যদি বৃক্ষের পরিমাণ হিসাব করি তাহলে তা চলে যাবে ৫ কোটিতে। ’

ক্ষমতাসীন দলের  বন ও পরিবেশ সম্পাদক আরও  বলেন, ‘দলীয় ছাড়াও সরকারি,বেসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করেছে। জাতির পিতা সবসময়ই দেশের মানুষের কথা, পরিবেশের কথা চিন্তা করেছেন। দেশের পরিবেশের কথা চিন্তা করে এই বৃক্ষরোপণ চলছে।

এদিকে আজকে মুজিব শতবর্ষের কর্মসূচির অংশ হিসেবে বিসিএসআইআরয়ে সায়েন্সল্যাবে ছাতিম, নাগেশ্বর, আগর, মহুয়া, পলাশ, অশোকের চারাও রোপণ করা হয়।

এসময় আরও উপস্থিত বিসিএসআইআর চেয়ারম্যান ড. আফতাব আলী শেখসহ আওয়ামী লীগের  বন ও পরিবেশ উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু