X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নৌকার প্রার্থীকে বিজয়ী করেই ফিরবে যাত্রাবাড়ি আওয়ামীলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ০১:২৪আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০১:২৬

নৌকার প্রার্থীকে বিজয়ী করেই ফিরবে যাত্রাবাড়ি আওয়ামীলীগ ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার মধ্য দিয়ে ঘরে ফেরার ঘোষণা দিয়েছে যাত্রাবাড়ি-ডেমরা থানা আওয়ামী লীগ। বুধবার (৭ অক্টোবর) ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় এ ঘোষণা দিয়েছেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ উপনির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনুর রশীদ মুন্না।

৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসুর সভাপতিত্বে নির্বাচনি এই পথসভায় প্রধান অতিথি ছিলেন নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথি ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু। এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা বোরহান উদ্দিন, সাঈদ মিলনসহ অনেকে।

এ সময় কাজী মনিরুল ইসলাম মনু বলেন, ধর্ষণ ও নারী নিপীড়ন কোনোভাবেই আওয়ামী লীগ সমর্থন করে না। এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি নিজ নিজ পাড়ায় তরুণ-যুবকদের নেতৃত্বে নারী নিপীড়নবিরোধী সংগঠন গড়ে তুলতে হবে।

এছাড়া সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ বাবুর নেতৃত্বে বুধবার দিনভর ডগাইরের সালামবাগ, ইসলামবাগসহ ৬৬ নম্বর ওয়ার্ডের পাড়া-মহল্লায় গণসংযোগ করেন স্থানীয় নেতারা। এ সময় নির্বাচনি প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগ নেতা হানিফ তালুকদার, ৬৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নূরনবী বাবু, রসুল ইসলামসহ অনেকে। এ সময় নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতৃবৃন্দ।

পরে সাততলা মিনার মসজিদের সামনে আলেম-ওলামাদের নিয়ে এক নির্বাচনি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিকে, এদিন মাতুয়াইলের শান্তিবাগে নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে গণসংযোগ ও বর্তমান সরকারের উন্নয়ন কাজ তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন আহমেদ ভূঁইয়া সেন্টু। এ সময় স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও কৃষক লীগের নেতারা উপস্থিত ছিলেন। গতকাল ৬৪ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে লিফলেট বিতরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহাবুব কিরন মানিক ও জাহাঙ্গীর। এ সময় বাঁশের পুল-ইস্টার্ন হাউজিংয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

 

/এমএইচবি/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ