X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিএনপিতে ভূমিকম্প শুরু হয়েছে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৬, ১৮:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৮:৪৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বিএনপির মধ্যে ভাঙনের ভূমিকম্প শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, এ ভূমিকম্পে বিএনপি কতক্ষণ টিকে তা দেখার অপেক্ষায় রয়েছে দেশের জনগণ।
রবিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হানিফ এ কথা বলেন।
হানিফ বলেন, ‘তাদের ভুল সিদ্ধান্ত ও ধর্মহীন কর্মকাণ্ডের জন্য দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও জোটভুক্ত দল ইসলামী ঐক্যজোট বের হয়ে গেছে। শুধু তারা নয় অনেক নীতিবান নেতা ও দল এ জোট থেকে বের হবে।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতি সন্ত্রাস ও নৈরাজ্য করেছিল। আবার বিরোধীদলে থাকাকালীন সময়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করেছিল। গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে জনগণের ভোটাধিকার হরণের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে। তাই বিএনপির মধ্যে ভাঙনের ভূমিকম্প চলছে।’

বিএনপি নেতাদের ‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’ এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এর চেয়ে হাস্যকর কথা আমরা শুনি নাই। টানা দুইবার ক্ষমতায় থেকে আওয়ামী লীগ এখন পরিপূর্ণ আছে। দেশের জনগণ মনে করে দেশের একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে। ক্ষমতা ও সংসদের বাহিরে থেকে দেউলিয়া হয়ে গেছে বিএনপি। দেউলিয়া হয়ে এখন তারা পাগলের প্রলাপ বকছে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, পৌরসভা নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে দেশের ৮০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে। আগামীকালের জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে তার প্রমাণ আরেকবার হবে।

তার সঙ্গে মঞ্চ পরিদর্শনে আসেন ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন।

 

/পিএইচসি/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা