X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এ বছরেই খণ্ড-বিখণ্ড হবে বিএনপি: কামরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৬, ১৫:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৫:১৩

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চলতি বছরের মধ্যে বিএনপি ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, আজ বিএনপির অস্তিত্ব বিলীন প্রায়। খালেদা জিয়ার কার্যকলাপে মনে হচ্ছে শুভবুদ্ধিসম্পন্ন নেতারা তার দল থেকে বেরিয়ে যাবে। তাতে ২০১৬ সালের মধ্যেই বিএনপি ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে।
বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘উন্নয়নের ধারায় বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় কামরুল ইসলাম আরও বলেন, খালেদা জিয়া নির্বাচন বর্জন করে যেভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চেয়েছিলো সেইভাবে তার দলকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। তবে তার দল বিএনপি রক্ষা হবে যদি তিনি গণতন্ত্রের পথে হাঁটেন। ধ্বংসাত্মক কাজ না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে দল ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। দেশে মধ্যবর্তী নির্বাচনের বা সংলাপের কোনও প্রয়োজন নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী একেবারে ২০১৮ সালের শেষ পর্যায়ে।
এ আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই আপনারা সরকারকে সমালোচনা করতে পারছেন। সরকারের সমালোচনা করেন ভালো কিন্তু সরকারের সফলতাগুলোও স্বীকার করুন। সমালোচনার পাশাপাশি প্রশংসার সংস্কৃতি চালু করুন। গণতন্ত্রের পথে আসুন দেশ ও আপনাদের দল উপকৃত হবে। দেশে উন্নয়ন ব্যহত করবে না, মানুষ পুড়িয়ে মারবেন না, মানুষকে অবরুদ্ধ করবেন না।

/ইএইচএস/টিএন/আপ-এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?