X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ

আতিক হাসান শুভ
১০ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩

ভাগ-বাটোয়ারার ডামি নির্বাচন প্রত্যাখান করায় সচেতন ভোটারদের ধন্যবাদ জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় সংলগ্ন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য মো. অলিউজ্জামান সোহেল, সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহীম কার্দী, সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ-নাট্য বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ।

এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি কাজী মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আজিজ, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন ত্বহা আকন্দ, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রাকিব আমির, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা হারুন অর রশিদ, বাঙলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রেজা, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি ও মো. নাজমুস সাকিব।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ৭ জানুয়ারি একতরফা নির্বাচন দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ডামি নির্বাচন বর্জন করে এই ফ্যাসিস্ট সরকারকে লাল কার্ড দেখিয়েছে। ভোট বর্জন করায় দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার আদায়, সাম্য-ন্যায় ও মানবিক রাষ্ট্র গড়তে আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। মুক্তিকামী জনতার জয় আসবেই, ইনশাআল্লাহ।

লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন শাহেদ, যুগ্ম সম্পাদক আহমদ উল্লাহ, অর্থ সম্পাদক এম জে এইচ নোমান, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সরকার, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের তাহমিনা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের টগর প্রধান মো. রাসেল, হাম্মাদুর রহমান, জাহিদ হোসেন ফাহিম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিল প্রমুখ।

/আরআইজে/
সম্পর্কিত
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল
‘শিবিরের গুপ্ত কর্মীরা মব করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে’
সর্বশেষ খবর
পূজার জোড়া গোলে শ্রীলঙ্কাকে আবারও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ 
পূজার জোড়া গোলে শ্রীলঙ্কাকে আবারও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ 
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো যুবারা
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো যুবারা
খুলনায় মদ্যপানে ৪ জনের মৃত্যু
খুলনায় মদ্যপানে ৪ জনের মৃত্যু
সুয়েইদায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া
সুয়েইদায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া
সর্বাধিক পঠিত
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত
‘মোহামেডান বলেছে দরকার নেই, তাই আবাহনীতে গিয়েছি’
‘মোহামেডান বলেছে দরকার নেই, তাই আবাহনীতে গিয়েছি’
সমাবেশে যোগ দিতে রাজশাহীতে জামায়াতের ট্রেন ভাড়া, খরচ কত?
সমাবেশে যোগ দিতে রাজশাহীতে জামায়াতের ট্রেন ভাড়া, খরচ কত?