X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো রাজনৈতিক দল আছে কিনা, প্রশ্ন গয়েশ্বরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৪

‘পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো আর কোনও রাজনৈতিক দল কি আছে, যার ৫০ লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে?’—এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ প্রশ্ন রাখেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘কোন অপরাধে আমাদের ২ হাজার ৭০০’র বেশি নেতাকর্মীকে শেখ হাসিনা ও তার অনুগত আইনশৃঙ্খলা বাহিনী হত্যা করেছে? কেন প্রায় ৭০০ নিরপরাধ মানুষকে গুম করেছে? কীসের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাকস্বাধীনতা হরণ করে, একের পর এক সাজানো মামলায় পাতানো রায় দেওয়া হচ্ছে?’

‘বানরের পিঠা ভাগের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ হাজারেরও বেশি নেতাকর্মীকে কেন ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে গ্রেফতার করেছে? এই সময়ে বিএনপির রাজনীতি করার অপরাধে কেন ১১ জন কর্মীকে কারাগারে হত্যা করা হয়েছে?’– প্রশ্ন রাখেন গয়েশ্বর।

তিনি উল্লেখ করেন, ‘এই প্রতিটি প্রশ্নের উত্তরেই নিহিত আছে দেশের বৃহত্তম ও জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে, গণতন্ত্রের পক্ষের প্রধান শক্তি হিসেবে বিএনপির আত্মত্যাগ ও সার্থকতা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণ ও অহিংস কর্মসূচির মাধ্যমে বিএনপি মোকাবিলা করে চলেছে সহিংস শেখ হাসিনার সরকারকে। অন্যদিকে, ক্ষমতার মোহে অন্ধ আওয়ামী লীগ একটি অপশক্তিতে পরিণত হয়ে মানবাধিকার লঙ্ঘনকে ধারণ করেছে ঘৃণ্য রাজনৈতিক কৌশল হিসেবে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গত ১৫ বছর ধরে বিএনপির সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তি ও পরিবারের ওপর যে নৃশংস অত্যাচার-অবিচার হয়ে আসছে, দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অজস্র প্রতিবেদনে তা লিপিবদ্ধ।’

তার অভিযোগ, গায়েবি ও বানোয়াট মামলায় কোনও সাক্ষ্য-প্রমাণ ছাড়াই তালিকা করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তৃণমূল থেকে সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত বিস্তৃত এই তালিকা। এই গণতালিকা ও সাজানো রায় থেকে বিএনপির মৃত বা গুম হওয়া ব্যক্তিরাও বাদ পড়েন না।’

বিএনপি নেতা বলেন, ‘এই আক্রোশ-আক্রমণ-অত্যাচার যেন বিএনপির গণসম্পৃক্ততার কাছে পরাজিত, গণঅভ্যুত্থানের ভয়ে শঙ্কিত গণবিরোধী আওয়ামী লীগের ক্ষমতা আঁকড়ে রাখার মরিয়া প্রয়াস। সময়ের সঙ্গে বিএনপির আন্দোলনের মাত্রা যত বেড়েছে, নজিরবিহীন গুম-খুন, হামলা-মামলার মাধ্যমে সরকারের নির্যাতনের মাত্রা তত বেড়েছে।’

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
আন্দোলনের মুষল বৃষ্টিতে ভেসে যাবে শাসক গোষ্ঠী: গয়েশ্বর চন্দ্র রায়
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
সর্বশেষ খবর
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়