X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অন্যায়ের বিরুদ্ধে সবার আগে সরকারকেই দাঁড়াতে হবে: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ১৯:৩০আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৯:৪৬

আলোচনা সভায় বক্তব্য রাখছেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী সারাদেশে সামাজিক অবক্ষয় চূড়ান্ত রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে সবার আগে সরকারকে দাঁড়াতে হবে। মঙ্গলবার সন্ধ্যার আগে বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ আরও অনেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
একিউএম বদরুদ্দোজা চৌধুরী  বলেন, আজ ছোটছোট ছেলেমেয়ে খুন হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, তনুর মতো মেয়েরা ধর্ষণের শিকার হয়ে খুন হচ্ছেন। এগুলো আগে ছিল না। সরকারকেই এসবের বিরুদ্ধে দাঁড়াতে হবে।  
সাবেক এই রাষ্ট্রপতি সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, গণতন্ত্র নিয়ে কী বলব? রাজনৈতিক বিষয়ে যত কম বলা যায় ততই ভালো। কোনও মিটিং হয় না। মিছিল করলে গুলি করা হয়। কর্মীরা গায়েব হয়ে যান। দেশ এভাবে চলতে পারে না। আমি সরকারকে শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, বুঝতে হবে সমস্যা কোথায়। শুধু দলকে চালিয়ে নিলেই হবে না। সরকারি দল এটাই চায়। এটাই শপথভঙ্গ। 

দেশের আয় বেড়ে যাওয়া প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ডলার ইনকাম বেড়েছে। কিন্তু এটা একটা ব্লাফ। মাথাপিছু ইনকাম বেড়েছে সমাজের গুটিকয়েক মানুষের জন্য। সাধারণ মানুষের জন্য নয়। শেয়ার মার্কেটে ধসের বিষয়ে তিনি বলেন, এতে করে হাজারো মানুষ তাদের পুঁজি হারিয়েছে। মনোবল হারিয়েছে। আর অর্থমন্ত্রী বলেন শেয়ার মার্কেট ছেড়ে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে যায়। এতেও অর্থমন্ত্রী কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু গভর্নর ভদ্রলোকের সন্তান দেখে পদত্যাগ করেছেন। 

দ্রব্যমূল্য, চাল ডাল, বাস ভাড়া, টেক্সি ভাড়ার বৃদ্ধির বিষয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এটা কি অর্থনৈতিক অগ্রগতি? নতুন কেউ শিল্প বিনিয়োগে এগিয়ে আসছেন না। কিছু লোক আঙুল ফুলে তালগাছ হয়ে গেছে। দেশে ভোটের আতঙ্ক আছে বলে মন্তব্য করে তিনি বলেন, মানুষের মধ্যে এখন ভোটের আতঙ্ক আছে। ভোটের আগে থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশনে সবচেয়ে বড় ব্যক্তি সবচেয়ে পক্ষপাতদুষ্ট।

/এসটিএস/এফএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে