X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মহানগর উত্তর আ.লীগের থানা-ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ২৩:৫৫আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২৩:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত থানা ও ৩০ ওয়ার্ড ও ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি সংযোজন-বিয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৫টি থানার বঞ্চিত নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে বঞ্চিতদের এ কথা বলেন তিনি। গণভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান জানান, আমরা ১২টি থানা ও ৩০টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করেছি। এরপর উত্তর আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ তৈরি হয়।
বঞ্চিত নেতারা শেখ হাসিনার কাছে অভিযোগ করে বলেন, ‘ঘোষিত আওয়ামী লীগের কমিটিতে বিএনপি-জামায়াতের চিহ্নিতদের পদ দেওয়া হয়েছে। ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে। মামলার আসামিদেরও কমিটিতে নেতা বানানো হয়েছে। এর ফলে আওয়ামী লীগের বদনাম হবে।’
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ত্যাগী কারা বাদ পড়েছে, অন্যদল থেকে কাদের পদ দেওয়া হয়েছে আমাকে তালিকা দাও। আমি সংযোজন-বিয়োজন করব।’ এরপর নেতারা অভিযোগের স্বপক্ষে তথ্য-প্রমাণ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানের দেওয়া তথ্য মতে, অনুমোদন প্রাপ্ত উত্তরের ১২টি থানা এবং ৩০টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়নের মধ্যে রয়েছে মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, শাহ আলী, দারুস সালাম, বাড্ডা, ভাটারা, রামপুরা, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা এবং ওয়ার্ড নং-২১, ৯৭, ২৩, ৯৮, ২২, ১৫, ১৮, ১৯, ২০, ৯৫, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ১০০, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ৯৩ ও বাড্ডা ইউনিয়ন, ভাটারা ইউনিয়ন, সাতারকুল ইউনিয়ন, বেরাইদ ইউনিয়ন ও ক্যান্টনমেন্ট ইউনিয়ন। এসব কমিটিতে অভিযুক্তদের বাদ ও ত্যাগী নেতাদের যুক্ত করা হবে, বলেও জানান তিনি।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!