X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: যুবলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪১

লন্ডনে বসে বিএনপির নেতা তারেক রহমান ও ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাতা সরকারের উন্নয়ণমূলক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছে যুবলীগ। সংগঠনের নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তাদের প্ররোচনায় করা আল জাজিরার প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ।

আল জাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন তারা। আলজাজিরা প্রকাশিত মিথ্যা ও বানোয়াট এই প্রতিবেদনের পিছনে বিএনপি নেতা তারেক রহমানের ইন্ধন রয়েছে বলে দাবি করেন সংগঠনের নেতারা।

সোমবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসফল করার লক্ষ্যে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের এক বিশেষ বর্ধিত সভায় তারা এসব কথা বলেন।‌ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

নেতারা জানান, মহামারি করোনার কারণে নির্ধারিত সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি আওয়ামী যুবলীগ। এ জন্য আগামীকাল বুধবার ১০ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভা পরিচালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। আগামীকাল ১০ ফেব্রুয়ারির আলোচনাসভায় ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে সংগঠনের নেতাদের নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা দেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতারা।

বর্ধিতসভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সভাপতি আহাম্মদ উল্লাহ মধু, সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, মহসিন মাহমুদ, মাহাবুবুর রহমান পলাশ, আবু সাঈদ মোল্লা, সৈয়দ আহমেদ, মুরসালিন আহমেদ, যুগ্ন সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বাবু ও মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দফতর সম্পাদক এমদাদুল হক, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এবাদুল হক সবুজ, আইন সম্পাদক এ্যাড. শাহনাজ পারভীন হীরা, স্বাস্থ্য সম্পাদক সৈয়দ মার্শিদ শুভ, মুক্তিযুদ্ধ সম্পাদক গোফরান গাজী, ধর্ম সম্পাদক আবুল কাশেম খাঁসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতারা।

 

 

/এমএইচবি/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল