X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইসি গঠনে বিলম্ব হলেও আইনি শূন্যতা তৈরি হবে না: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৬

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হলেও আইন অনুযায়ী 'কোনও শূন্যতা' তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সংবিধান বা আইনে (সিইসি এবং অন্যান্য ইসি পদ) শূন্য থাকতে পারবে না এরকম কোনও কথা নেই।’

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ‘বীর মুক্তিযোদ্ধা' খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া বর্তমান কে এম নূরুল হুদা কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল (সোমবার)। এই সময়ের মধ্যে নতুন কমিশন গঠিত না হলে আইনের ব্যত্যয় ঘটবে কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আগামীকাল বর্তমান কমিশনের মেয়াদ পূর্ণ হয়ে যাচ্ছে। তারপরে নির্বাচন কমিশন গঠন করতে যদি একটু বিলম্ব হয় তা আইনে শূন্যতা হিসেবে গণ্য হবে না।’

মেয়াদ শেষ হলে তারা দাফতরিক কোনও দায়িত্ব পালন করতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, বর্তমান কমিশন দায়িত্ব চালিয়ে যেতে পারবে না। কারণ সংবিধানে সুনির্দিষ্টভাবে বলা আছে তারা পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। পাঁচ বছর শেষ হয়ে গেলে যারা স্থলাভিষিক্ত হবেন, তারা না আসা পর্যন্ত বর্তমানরা দায়িত্বে থাকবেন, এমন কোনও কথা নাই।’

তবে এ সময়ে নির্বাচন কমিশন বন্ধ হয়ে যাবে না উল্লেখ করে তিনি, ‘অ্যাডমিনিস্টেটিভ দায়িত্ব পালন করবে। কিন্তু নতুন নির্বাচন কমিশন আসলেই কোনও নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।’

সার্চ কমিটিতে বিএনপি কোনও মতামত দিচ্ছে না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের সংসদ আইন পাস করেছে, সার্চ কমিটি গঠন করেছে। মহামান্য রাষ্ট্রপতির সাথে যে গত বছরের ডিসেম্বরের ২০ তারিখ থেকে শুরু করে এই বছর জানুয়ারির ১৭ তারিখ পর্যন্ত যে সংলাপ রাজনৈতিক দলগুলোর হয়েছে; সেই রাজনৈতিক দলগুলো এবং যে দলগুলো সংলাপে যায়নি আজকে যারা সার্চ কমিটিতে যায়নি সকলেরই কিন্তু একটা দাবি ছিল— যে একটা ইলেকশন কমিশন গঠনের আইন করা উচিত। 

নির্বাচন কমিশন গঠনের আইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সংসদ এই আইন করেছে সকলের পার্টিসিপেশনে। এরকম কোনও আইন এখন পর্যন্ত হয়নি যেখানে বিরোধী দলীয় ২২টি সংশাধনী নেওয়া হয়েছে। এমনকি এই আইনের যে নাম তাও বিরোধী দলীয় যে সংশোধনী তার পরিপ্রেক্ষিতে বদলে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আইন হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সার্চ কমিটি কাজ করছে। তারা তাদের দায়িত্ব পালন করছেন, আমরা আশা করবো তাদের দায়িত্ব পালনের শেষে সকলেই একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পাবে।’

বিএনপির এই আলোচনায় অংশ না নেওয়াকে গণতান্ত্রিক মনে করেন কিনা— এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘অবশ্যই গণতান্ত্রিক না। এটা নিয়ে তো রকেট সায়েন্স প্রুফড যে গণতান্ত্রিক না। গণতন্ত্রের কথাই হচ্ছে সংলাপ, আন্ডারস্ট্যান্ডিং। সেখানে প্রত্যেকবারই কোনও পদক্ষেপকে যদি তারা ইতিবাচকভাবে না নিয়ে নেতিবাচকভাবে নেয় তাহলে আমার মনে হয় জনগণ সেটিকে গণতান্ত্রিক বলে মনে করবে না।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে আরও ৬ মাস
গুণীজনকে সঠিক মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী
খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা