X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

স্থানীয় নির্বাচনে এমপি এলাকায় থাকতেই পারেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ জুন ২০২২, ১৬:৩৪আপডেট : ১৪ জুন ২০২২, ১৭:০৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘স‌রকার দলীয় কোনও সংসদ সদস্য কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে হস্তক্ষেপ করছেন না। তাছাড়া, একজন সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে তার এলাকায় থাকতেই পারেন।’

মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ৮ জুন সন্ধ্যায় কুমিল্লা সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু নির্দেশ অমান্য করে তিনি এখনও এলাকায় আছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তিনি নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন কিনা সেটাই দেখার বিষয়। ওই সংসদ সদস্য তার বাড়িতেই অবস্থান করছেন। তাকে পদত্যাগ কিংবা বহিষ্কারের কোনও যৌক্তিকতা নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির সামনে সরকার বিরোধী কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার কিছু নেই। সে কারণেই ইস্যু খুঁজছে তারা।’

তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপস বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘ওই সময় শেখ হাসিনা অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের হাতে গ্রেফতার হয়েছিলেন। অবৈধ সরকারের সঙ্গে আপস করেননি বলেই তাকে কারাগারে যেতে হয়েছিল। কিন্তু খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন পরে। অতএব আপস কারা করেছিল তা দেশবাসী জানে।’

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
মাহবুবউল আলম হানিফের প্রত্যাশা‘জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে’
হানিফের সম্পদ বেড়েছে তিন গুণ, হলফনামায় নেই স্ত্রীর সম্পদ
‘যারা নির্বাচনে অংশ নেন নাই, তারা ভুল করছেন’
সর্বশেষ খবর
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
উপজেলা নির্বাচনবিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট