X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পঁচাত্তরের খুনিদের মুখোশ উন্মোচন করা হোক: হানিফ

ঢাবি প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ১৮:৩৯আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৯:১৩

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশের ঐক্য রক্ষায় ৭৫-এর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা জিয়াউর রহমানসহ সেই কুশীলবদের মুখোশ উন্মোচন করা জরুরি। তদন্ত কমিশন গঠন করে তাদের মুখোশ উন্মোচন করা হোক। তাহলে আমাদের তরুণ সমাজ প্রকৃত ইতিহাস জেনে খুনিদের থেকে মুখ ফিরিয়ে নেবে। জাতি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাবে। 

সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে ‘বাঙালির গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামের নেপথ্যের সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘টুঙ্গিপাড়ার সেই নিভৃত পল্লিতে জন্মগ্রহণকারী শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হয়ে ওঠার পেছনে যে মহীয়সী নারীর ভূমিকা ছিল, তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। বাবা-মা মারা যাওয়ার পর বাল্যকালে বিয়ের পর থেকে বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার উৎস। তিনি নেপথ্যে থেকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। সরাসরি রাজনীতিতে না থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তার যে দূরদর্শিতা ছিল সেটি অবিস্মরণীয়। বঙ্গবন্ধু কারাগারে থাকাকালে বেগম মুজিব বঙ্গবন্ধুর কাছে দেশের খবর দিতেন এবং বঙ্গবন্ধুর দিকনির্দেশনা নিয়ে সেটি আবার রাজনীতিকদের কাছে পৌঁছে দিতেন। এভাবে সংসার সামলিয়ে দেশের জন্য তার যে ত্যাগ, সেটি বিশ্বের আর কোথাও ঘটেনি।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ’৭৫-এর পর থেকে আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের জন্য আন্দোলন করেছি। এই হত্যার পেছনের দোসর জিয়াউর রহমান আসার পর ইনডেমনিটি আইন করে বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন। কারণ, বিচার হলে তার নাম প্রথমে উঠে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে এই হত্যাকারীদের বিচার শুরু হয়েছে এবং রায় কার্যকর হয়েছে। তবে কিছু খুনি এখনও বিদেশে পলাতক। তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানাই।’

অধ্যাপক ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গমাতার সঠিক পরামর্শের ফলেই আজকের বাংলাদেশ হয়েছে। প্রতিটি রাজনৈতিক সংকটে তিনি সঠিক পরামর্শ দিয়েছিলেন বলেই আজকের বাংলাদেশ হয়েছে। বঙ্গবন্ধু আমাদের ছায়াবৃক্ষ। যার ছায়ায় আমরা অস্তিত্ব নির্মাণ করে গেছি, আজীবন করবো। আর বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর ছায়াবৃক্ষ।’

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনের কারিগর ছিলেন বঙ্গমাতা। তাই তাকে নেপথ্য থেকে প্রকাশ্যে আনা উচিত। নেপথ্যে থাকলেও তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতেন। যার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক সুভাষ সিংহ রায়, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার এডিটর ইনচার্জ মাসুদা ভাট্টি।

 

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
মাহবুবউল আলম হানিফের প্রত্যাশা‘জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে’
হানিফের সম্পদ বেড়েছে তিন গুণ, হলফনামায় নেই স্ত্রীর সম্পদ
‘যারা নির্বাচনে অংশ নেন নাই, তারা ভুল করছেন’
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’