X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিতে ফুঁক দেবেন: ওবায়দুল কাদের

জামালপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৯:৫৫আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২০:১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিতে ফুঁক দেবেন, তাই ১১ ডিসেম্বর সরকারের পতন ঘটাবে। কীভাবে হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁশি ফুঁক দিয়ে সরকারের পতন ঘটায়, তা দেখা যাবে।’

সোমবার (২৮ নভেম্বর) বিকালে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, কারবালার প্রান্তরে নারী শিশু হত্যা করা হয়নি। অথচ ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে বিশ্বাসঘাতক, জাতীয় বেইমান খন্দকার মোশতাকের প্রধান সেনাপতি মেজর জিয়াউর রহমান। আর হরকাতুল জিহাদসহ অন্যদের দিয়ে শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টাকারী তারেক রহমান। শেখ হাসিনাকে হত্যার নির্দেশদাতা হিসেবে তারেক রহমানের নাম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে হরকাতুল জিহাদের লোকেরা।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘খেলা হবে, খেলা হবে। আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর যদি তারা আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও কিংবা লাঠিসোঁটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কী আঙুল চুষবে? বিদেশে অর্থপাচারকারী, আগুন সন্ত্রাসী, খুনি চক্রের বিরুদ্ধে খেলা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায়, তাহলে তাদের বাধা দেওয়া হবে না। কিন্তু যদি তারা আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও কিংবা লাঠিসোঁটা নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদের বাধা দেওয়া হবে, কঠোর হস্তে দমন করা হবে।’

এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তারা (বিএনপি) আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। ওরা আবারও শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।

ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে বিজন কুমার চন্দের নাম ঘোষণা করা হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
উপজেলা নির্বাচনবিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল