X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

৬ আসনের উপনির্বাচনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২২, ২১:০১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ২১:০১

বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া ছয়টি আসনে উপনির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। এসব আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে রবিবার (১ জানুয়ারি) বৈঠকে বসবে আওয়ামী লীগ।

এদিন বিকাল ৪টা থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে উপনির্বাচনের ছয়টি আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডর সভাপতি শেখ হাসিনা।

আসনগুলো হলো– ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪,৬, চাঁপাইনবাবগঞ্জ ২, ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং সংরক্ষিত নারী-৫০। এসব আসন শূন্য ঘোষণা করে আগামী ১ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে ছয়টি সংসদীয় আসনে ৭৪ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা শারমিন আক্তার সরকার (মাহিয়া মাহি)। গত বুধবার (২৮ ডিসেম্বর) থেকে শনিবার (৩১ ডিসেম্বর) নির্ধারিত ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

উল্লেখ্য, বিএনপির এমপিদের ছেড়ে দেওয়া পাঁচ আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে।

গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৫ জানুয়ারি, বাছাইয়ের তারিখ ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

ইসি সচিব বলেছেন, ‘জাতীয় সংসদ সচিবালয় ১১ ডিসেম্বর জাতীয় সংসদের পাঁচটি আসন শূন্য করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশন এই পাঁচটি আসনে উপনির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নিয়েছে। যেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো– চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২।’

পরে ২২ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের কাছে বিএনপির হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে পদত্যাগ করলে ২৬ ডিসেম্বর ইসি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের তফসিলের প্রজ্ঞাপন জারি করে। তাই চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা পদত্যাগ করেন। ওই দিনই পদত্যাগপত্র গ্রহণ করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস