X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বিরোধীদের যুগপৎ আন্দোলন

তৎপরতা বাড়িয়ে নতুন কর্মসূচিতে যাচ্ছে আ.লীগ

মাহফুজ সাদি
২৬ জানুয়ারি ২০২৩, ২৩:৫৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২৩:৫৯

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতৃত্বে বিরোধী দলগুলো সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলায় তৎপরতা বাড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চলতি মাস থেকেই ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে সোচ্চার হচ্ছে দলটি।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের অন্তত ৫ জন নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বর্তমান সরকারের গত ৪ বছরে তেমন একটা সরকারবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামেনি বিএনপিসহ বিরোধী দলগুলো। আগামী নির্বাচনকে সামনে রেখে গেলো বছরের শেষ তিন মাসে তারা ধারাবাহিক কর্মসূচি দিয়ে আসছে। নতুন বছরে বিরোধী দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে বিএনপি। এই আন্দোলন মোকাবিলায় বিরোধীদের কর্মসূচির দিন রাজপথ দখলে রাখতে আওয়ামী লীগও নিজস্ব কর্মসূচি দিয়েছে। আগামীতে আরও নতুন কর্মসূচি আসছে।

সরকারি দলের নতুন কর্মসূচি কেমন হতে পারে, জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের প্রেসিডিয়ামের একজন সদস্য বলেন, রুলিং পার্টি হিসেবে সাধারণত দিবসকেন্দ্রিক কর্মসূচি পালন করে আসছি আমরা। এখন সরকার হটানোর ঘোষণা দিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলো যুগপৎ আন্দোলনে নামায় আমরাও তা মোকাবিলায় মাঠে নেমেছি। যুগপৎ আন্দোলনের প্রতিটি কর্মসূচির দিন আমাদের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন। মিছিল-মিটিং-সমাবেশ করবো আমরা, বিরোধীদের মাঠ দখলের কোনও সুযোগ দেবে না আওয়ামী লীগ। তবে কখন কী কর্মসূচি নেওয়া হবে, তা আগাম বলা সম্ভব না।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা একাদশ সংসদ নির্বাচনের পর থেকেই মাঠে আছি, আগামী নির্বাচন পর্যন্ত মাঠেই থাকবো। প্রতিনিয়ত জনসংযোগ করা হচ্ছে, মিছিল-মিটিং-সমাবেশ হচ্ছে। বিরোধীরা সরকার উৎখাতের নামে যাতে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা রাজপথে সতর্ক রয়েছি। তারা শান্তিপূর্ণ আন্দোলনের বদলে সহিংস পথ বেছে নিলে আমরাও রাজনৈতিকভাবে প্রতিরোধ-প্রতিহত করতে যা যা করা দরকার, তাই করবো।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকটি সভা হয়েছে। এসব সভায় বিএনপিসহ বিরোধীদের সম্ভাব্য আন্দোলন নিয়ে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা এসেছে দলটির সর্বোচ্চ পর্যায় থেকে। সে অনুযায়ী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভা করে, সেই বার্তার কথা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের গতি-প্রকৃতি অনুযায়ী যেকোনও সময় যেকোনও কর্মসূচি দেওয়া হবে, সেগুলো সফল করতে সবাইকে তৎপর থাকতে হবে।

জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির কর্মসূচি নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। তারা যদি আগের মতো আবার অগ্নিসন্ত্রাস, সহিংসতা, মানুষের যান-মালের ক্ষতি করতে শুরু করে, আমরাও তার দাঁতভাঙা জবাব দেবো। সরকার সরকারের মতো করে পরিস্থিতি মোকাবিলা করবে, আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা এগোবো।’

গত দুই মাসে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি পর্যালোচনা করে দেখা যায়, সরকারবিরোধী প্রতিটি কর্মসূচির দিন আওয়ামী লীগেরও কর্মসূচি দেওয়া হয়েছে। এই কর্মসূচি কখনও অবস্থান, কখনও শান্তি সমাবেশ, আবার কখনও প্রতিবাদ সমাবেশ হিসেবে পালন করা হয়েছে। কেবল আওয়ামী লীগই নয়, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও পৃথক কর্মসূচি নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরব ছিল। প্রতিটি সমাবেশ থেকে বিএনপিকে মোকাবিলা, প্রতিহত কিংবা প্রতিরোধ করার ঘোষণা এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি নেতাকর্মীরা যাতে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতোই সতর্ক অবস্থানে থেকেছেন। বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে, তারা সরকার হটানোর ষড়যন্ত্র করছে। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে রাজপথে রয়েছি। আগামীতে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি নেবে আওয়ামী লীগ।’

এদিকে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দলীয় এক কর্মসূচিতে বিএনপির আন্দোলনের জবাব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত প্রতিদিন রাজপথে থাকবে। রাজপথ ছাড়া যাবে না। শহর থেকে গ্রাম পর্যন্ত সতর্ক পাহারায় থাকতে হবে।’

এদিন তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অপপ্রচার হচ্ছে, সেগুলোর জবাব দেওয়ার জন্য টিম গঠন করা হবে। বিএনপির সাম্প্রদায়িক কায়দা, জঙ্গিবাদী কায়দা ও বিশৃঙ্খলতার কঠিন জবাব দেওয়া হবে। বিএনপিকে অরাজকতা সৃষ্টির জন্য খালি মাঠ দেওয়া হবে না।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ঢাকা দক্ষিণ আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!