বিএনপি এক দফার দাবিতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেছেন, শেখ হাসিনার সরকার হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনে রাষ্ট্রক্ষমতায় আসবে তারা। তারা হয়তো ষড়যন্ত্র করছে। তারা একটি স্বপ্ন দেখছে, যে স্বপ্ন তারা কখনও বাস্তবায়ন করতে পারবে না।
মঙ্গলবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, এলাকার লোকজনের সঙ্গে কথা বললে তারা বলে, তারেক রহমান আবার এলে হাওয়া ভবন চালু হবে, আমরা মারা যাবো। সেদিন ব্যবসায়ীরাও খোলাখুলিভাবে বলেছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার চান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, লন্ডনে বসে ষড়যন্ত্র করা খুবই সহজ। রাজনীতি করতে চাইলে ঢাকায় ফিরে আসো, জেলে যাও। জেল থেকে ফিরে এসে সাহস থাকলে রাজনীতি করো। কিন্তু সেটা না করে ওখানে আরামে বসে ষড়যন্ত্র করছ।
সভা শেষে বিডা ভবনে যাওয়ার কথা জানিয়ে সালমান এফ রহমান বলেন, আমার সঙ্গে দেখা করতে বড় বড় ৩৫ মার্কিন কোম্পানির প্রতিনিধি আসছে। তারা বলেছে, আমরা বাংলাদেশে ব্যবসা করতে চাই, বিনিয়োগ করতে চাই। মার্কিন সরকার যদি শেখ হাসিনাকে সরাতে চায়, তাহলে তাদের দেশের বড় ব্যবসায়ীরা তো এ সময় এখানে আসার কথা না!
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।