জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা। এ দেশের গণমানুষের সংগঠন আওয়ামী লীগ। আওয়ামী লীগ দুর্বল হলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যমঞ্চের ‘দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শামসুল হক টুকু বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত আছে। দ্বাদশ সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে আবারও রাষ্ট্র ক্ষমতা আনার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
আওয়ামী লীগের পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘বিএনপির উচিত নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা। বিএনপি নির্বাচনকে ভয় পায়। বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখল করা জিয়াউর রহমানের দল আর কেমন হবে? ক্ষমতায় আসতে জনগণের কাছে যান। ক্ষমতায় থাকতে দেশের অর্থ ও সম্পদ লুণ্ঠন করেছেন। আর ক্ষমতায় আসতে না পেরে পেট্রোল-বোমা মেরে মানুষ হত্যা করেছেন। বিএনপিকে এ দেশের মানুষ আর কোনোদিন ক্ষমতায় আনবে না।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যমঞ্চের সভাপতি ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য জহির সিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক সাংবাদিক জয়ন্ত আচার্য প্রমুখ।