X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘যুবলীগ ভোগের রাজনীতিতে নয়, ত্যাগে বিশ্বাসী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ২২:৫৭আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২২:৫৭

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বলেছেন, যুবলীগ ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছে। যুবলীগকে ভয় দেখিয়ে লাভ নেই। যুবলীগের নেতাকর্মীদের সতর্ক হতে হবে। ভোগের রাজনীতির নয়, বরং ত্যাগের রাজনীতিতে আত্মনিয়োগ করতে হবে।

শনিবার (১১ নভেম্বর) যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রায় এসব কথা বলেন তারা।

এদিন সকাল ৮টায় ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল করা হয়। দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডি-৩২ নম্বর পর্যন্ত আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে আসার পর যুবলীগ ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছে। স্বাধীনতাবিরোধী চক্র, পঁচাত্তরের ঘাতকরা, ২০০৪ সালের ঘাতকরা বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র সৃষ্টি করছে যুবলীগের এই কাফেলা সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।

সম্মানিত অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, মণি ভাই ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সক্রিয় মুক্তিযোদ্ধা। মণি ভাই বেঁচে থাকলে হয়তো বাংলাদেশের চেহারা পাল্টে যেতো। আজ যারা গণতন্ত্র নিয়ে কথা বলে, তাদের কি গণতন্ত্র? মার্শাল ল গণতন্ত্র? বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে কি গণতন্ত্র কায়েম করেছিল জিয়াউর রহমান? যেখানে আইনের শাসন ছিল না।

তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে, রাজনৈতিক আদর্শকে শক্তিশালী করতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা মানবাধিকার বিশ্বাস করে না, যারা আইনের শাসন মানে না তারা কত ভয়ংকর তা আমরা ২৮ তারিখে দেখেছি। যুবলীগের নেতাকর্মীদের সতর্ক হতে হবে। এখনও ষড়যন্ত্র চলছে, একেক সময় একেক অবরোধ দেয়। এখনও আগের অবরোধ তোলেনি। যুবলীগকে ভয় দেখিয়ে লাভ নেই। তাই সব ষড়যন্ত্রকারীকে দাঁতভাঙা জবাব দিবে যুবলীগ।

বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, এই দেশকে ক্ষুধা-দারিদ্র্য দূর করা, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ, বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজকে মুক্ত করানোর লক্ষ্যে, যুবসমাজকে সঠিক ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনকে সৃষ্টি করার জন্য শেখ ফজলুল হক মণিকে নির্দেশ দিয়েছিলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে যুবলীগ নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তিনি যুবলীগের উদ্দেশে বলেন, লড়াইকে আরও শাণিত করতে হবে। লড়াইকে আরও তীব্র করতে হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পাহারাদার। আমরা শান্তির প্রতিষ্ঠান, আমরা শান্তির পাহারাদার। আমরা এ দেশে অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার পাহারাদার।

সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, আজকের যুবলীগ দারিদ্র্যমুক্ত দেশ গঠনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ওয়াদার সঙ্গে সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করে। আমরা প্রতিনিয়তই আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রণয়নে দারিদ্র বিমোচন এবং সেবামূলক রাজনীতিকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছি। এই যুবলীগের নেতাকর্মীরা অবগত আছে যে ‘ভোগের রাজনীতির নয়, বরং ত্যাগের রাজনীতিতে’ আত্মনিয়োগ করতে হবে।

যুবলীগ শোষিত-বঞ্চিতদের পক্ষে সর্বদা  থাকবে। নারীর ক্ষমতায়নে অসামান্য সাফল্য অর্জন করেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার্থে যুবলীগ সোচ্চার থাকবে, বলেন তিনি।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
সর্বশেষ খবর
দুই ভাইয়ের বিরোধে প্রতিশোধ নিতে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে প্রতিশোধ নিতে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল