X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘১০ টাকায় চাল বিতরণের নামে সরকার লুটপাট শুরু করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ১৬:৫৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৬:৫৭

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গরিবের হক নিয়ে ক্ষমতাসীনরা লুটপাট শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘গরিবের হক নিয়ে  সরকার  গ্রামাঞ্চলে যে লুটপাট, দুর্নীতি, কেলেঙ্কারি ও অনিয়মের খেলা শুরু করেছে,  তা নজীরবিহীন। বর্তমান শাসকগোষ্ঠী সম্প্রতি ১০ টাকা কেজি দরে গরিব মানুষকে চাল দেওয়ার নামে সারাদেশে লুটপাট শুরু করেছে।’ বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘যে প্রক্রিয়ায় এই চাল বিতরণ করা হচ্ছে, তাকে শুধু লুটপাটই আখ্যা দেওয়া যায়। ডিলার নিয়োগ থেকে শুরু করে চাল বিতরণে তালিকা প্রণয়ন, বিতরণ; সবই চরমভাবে দলীয়করণ করা হয়েছে। গরিব মানুষের মাঝে বিতরণের কথা বলে এখন এই চালের বিপণন কার্ড পাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মী, তাদের দলীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের আত্মীয়স্বজন, নিকটজন এবং তাদের সমর্থক ধনী ও সচ্ছল ব্যক্তিরা।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ডিলার নিয়োগ করা হয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। তালিকা প্রণয়ণের নামে বিতরণ কার্ডও বিক্রির ভাঁওতাবাজি লক্ষণীয়। কার্ডধারী ব্যক্তিরাও এই চাল ১০ টাকা কেজি দরে ক্রয় করে চড়ামূল্যে চালের পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে দিচ্ছেন। প্রভাবশালী মহল তা কিনে সরকার নির্ধারিত মূল্যে সরকারি গোডাউনে বিক্রি করার জন্য মজুদ করছেন।’ 

শামসুজ্জামান দুদু বলেন, ‘সাড়ে সাত বছর পর সীমিত সংখ্যক মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর নামে দুর্নীতি ও লুটপাট শুরু করেছে। এভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে মূলত এখন তারা লুটপাটতন্ত্রের মহাযজ্ঞ শুরু করেছে।  ভাওতাবাঁজির  নির্বাচনি প্রতিশ্রুতি দিয়ে ১০ টাকা কেজি দরে চাল বিপণন পদ্ধতি চালু করা হয়েছে কেবল দলীয় নেতাকমী-সমর্থকদের অবৈধ ও অনৈতিকভাবে লাভবান করে নিজেদের মসনদ চিরস্থায়ী করার উদ্দেশ্য নিয়েই।

/এসটিএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা