X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ-ভারতের সামরিক চুক্তির বিষয় জনগণ জানতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৬:৫৪আপডেট : ১১ মার্চ ২০১৭, ২০:৩৭

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সংগৃহীত) সরকার কী করছে, তা জানার অধিকার দেশের সবার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের যে সামরিক চুক্তি হচ্ছে, তা জনগণ জানতে চায়। পত্র-পত্রিকার মাধ্যমে দেখছি, বাংলাদেশের সঙ্গে ভারতে নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। কিন্তু  কী চুক্তি হচ্ছে, তা প্রকাশ করা ম্যান্ডেটরি।’ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায়  তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সঙ্গে দেশের চুক্তি হতেই পারে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি হবে, সেটা জনগণ জানবে না, তা  হতে পারে না। এটা প্রজাতন্ত্র। কী চুক্তি হচ্ছে তা প্রকাশ করা উচিত। অথচ একটি চুক্তির বিষয়ও এখন পর্যন্ত জনসম্মুখে প্রকাশ করা হয়নি। শুধু তাই নয়, আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এবার বোধহয় ভারতের সঙ্গে পানি সমস্যার কিছুটা সুরাহা হবে। কিন্তু এখন পর্যন্ত একফোঁটা পানিও তিস্তা নদীতে পাইনি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার সংবিধানকে বাইবেল ভাবছে। তাই তারা ভাবছে সংবিধান পরিবর্তন করা যাবে না।’  ‘সংবিধানে সহায়ক সরকারের কথা উল্লেখ নেই’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সংবিধান কার জন্য? সংবিধান তো মানুষের জন্য। মানুষের প্রয়োজনেই সংবিধান পরিবর্তন করা যায়। কিন্তু সংবিধানকে আপনারা বাইবেল ভাবছেন, তাই মনে করছেন কোনও পরিবর্তন করা যাবে না।’

দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘দলীয় সরকারের অধীনে তো আপনারা নির্বাচন চাইবেনই। কারণ জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কয়েকটি নির্বাচনেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে।’

দেশে জঙ্গি হামলা ও হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত হচ্ছে কিনা—এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এসব জঙ্গি ঘটনা আমরা অস্বীকার করছি না। বাতিলও করে দিচ্ছি না। জঙ্গি অভিযানের সময় যে ছবি তোলা হচ্ছে, তা কিভাবে সম্ভব হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।’ বিএনপি মহাসচিব আরও বলেন, ‘তাদের (বিদেশিদের) লক্ষ্য ছিল বাংলাদেশকে জঙ্গি স্টেট হিসেবে চিহ্নিত করা। আমাদের সরকারের অতি দক্ষতার কারণেই সারাবিশ্বে এই ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ একটি জঙ্গিরাষ্ট্রে পরিণত হচ্ছে।’

/আরএআর/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার