X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘সহায়ক সরকারের রূপরেখা না মানলে ভয়াবহ আন্দোলন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪০

 

শামসুজ্জামান দুদু (ছবি: সংগৃহীত) খালেদা জিয়া শিগগিরই দেশে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘সরকার সহায়ক সরকারের রূপরেখা মেনে নিলে ভালো। না মানলে ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে।’ রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।

‘চাল ও শিশু খাদ্যসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনের দাবিতে’ মানববন্ধনের আয়োজন করে গণ সংস্কৃতি দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি হয়তো ভুলে গেছেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী। বিএনপি ও ২০ দলের পেছনে ফেরার কোনও রাস্তা নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যা কিছু করা দরকার, তাই করব আমরা।  এ জন্য আপনাকে বলছি, অহঙ্কার করার কিছু নেই, সমঝোতায় আসুন। অন্যথায় আপনাকে ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে।’

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ হয় অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমানে দেশের মানুষ এক ধরনের নীরব দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেজি আট আনা ধরে চাল খাওয়াবেন বলে ওয়াদা করেছিলেন। কিন্তু ৭২-পরবর্তী সময়ে তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন দেশে একটি বড় ধরনের দুর্ভিক্ষ হয়েছিল। তার কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার আগে ১০ টাকা কেজি চাল খাওয়াবেন বলে ওয়াদা করেছিলেন।এখন বাজারে চালের দাম প্রায় ৭০ টাকা কেজি। এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়াও দেশ পরিচালনা করেছেন। আপনি (শেখ হাসিনা) দেশ পরিচালনায় ব্যর্থ হলে তার (খালেদা জিয়া) পরামর্শ নিন। এত অহঙ্কার করার কিছু নেই। নিউ ইয়র্কে বসে আপনি যে সব কথা বলছেন, তাতে আমরা লজ্জিত।’

আয়োজক সংগঠনের সভাপতি এস আল-মামুনেরর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন চৌধুরী বেঙ্গল প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ