X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হয়েছে মানুষের ভোট দেওয়ার প্রয়োজন নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৩

প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে ২০১৪ সালের মতো নির্বাচন করে তিনি আবারও ক্ষমতায় থাকতে চান। দেশের মানুষের ভোট দেওয়ার আর প্রয়োজন নেই, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় মওদুদসহ অন্যরা মওদুদ বলেন, ‘ভোট ছাড়া ক্ষমতায় থাকার পরিকল্পনা করলে নির্বাচনে সবার অংশগ্রহণের প্রয়োজন নেই, সংলাপের প্রয়োজন নেই। সংলাপ যদি না হয় তাহলে রাজপথ থেকে জনগণের জবাব দেওয়া হবে।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘গত নির্বাচন বর্জন করলেও এবার দলের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে তাদের (বিএনপি) নাকে খত দিয়ে নির্বাচনে আসতে হবে।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) যে ভাষায় বক্তব্য দিয়েছেন একজন সরকার প্রধানের কাছে আমরা তা আশা করি না। দেশে নীতি-নৈতিকতা ছাড়াই রাজনীতি চলছে, মিথ্যাচারের রাজনীতি চলছে। তরুণদের আমরা মিথ্যাচারের সংস্কৃতি শিখাচ্ছি।’

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে শুধুমাত্র বিচার বিভাগ বেঁচে আছে। সামান্য অংশ পানির উপরে আছে, বাকিটা ডুবে গেছে। বিচার বিভাগের স্বাধীনতা সরকার নিজেরাই নষ্ট করেছে। আমার জীবনে এর ভালো অবস্থা দেখে যেতে পারবো কিনা জানা নেই।’

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে তিনি বলেন, ‘জেরুজালেমকে রাজধানী ঘোষণা করার তীব্র নিন্দা জানাই। সরকার থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তা আমার কাছে দ্বিমুখী মনে হয়েছে। এই রকম অন্যায় বাংলাদেশ মানবে না।’ এসময় তিনি এ বিষয়ে সরকারকে সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান খান দুদুসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?