X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এই সরকার বেশি ভয়ঙ্কর: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৩

দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে ১৯৭৫ সালের বাকশাল সরকারের চেয়ে এই সরকার বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তাই সরকারের পলিসি অত্যন্ত নিম্ন ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেন তিনি। শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এসব কথা বলেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

সভায় উপস্থিত মওদুদসহ অন্যরা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘জীবন সায়াহ্নে এসে মনে হচ্ছে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। আজকের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়ে ১৯৭২ সালে নতুন সংবিধান প্রতিষ্ঠা করেছিলো। এটি উচ্চমানের সংবিধান ছিলো। কিন্তু তারাই আবার সেই সংবিধানকে ক্ষতবিক্ষত করে দেশে একনায়কতন্ত্র বাকশাল প্রতিষ্ঠা করলো। তারা কিন্তু কোনও টকশো বা আলোচনায় এ কথা বলে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে ১৯৭৫ সালের বাকশাল সরকারের চেয়ে এই সরকার বেশি ভয়ঙ্কর। তাদের পলিসি অত্যন্ত নিম্নমানের ও ন্যক্কারজনক।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আজ বাংলাদেশকে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ একটা অনুষ্ঠান ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শান্তিপূর্ণ অনুষ্ঠানে সরকার বাধা দিবে না, কিন্তু বাধা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বললেন আর আইজি সাহেব যারা পুলিশ চালান তারা বললেন আরেক কথা। মনে হয় সরকারের মধ্যে বিরাট একটি সমন্বয়হীনতা আছে।’

পুলিশ বাহিনী এই সরকার চালাচ্ছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘পুলিশ এখন সরকারের মানে আওয়ামী লীগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য তারা তাদের মাধ্যমে এই কাজগুলো করাচ্ছে। অথচ পুলিশের দায়িত্ব-কর্তব্য হলো দেশের আইনশৃঙ্খলা দেখা, নিয়ন্ত্রণে রাখা। সেদিকে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

কর্মসূচি করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মওদুদ বলেন, ‘আমরা কোনও ধরনের সংঘর্ষে যেতে চাই না। আমাদের নেত্রী বলে গেছেন কোনও হঠকারিতা চলবে না। সেজন্য আমাদের সমাবেশ করতে না দেওয়ায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ছিল। আমরা গাড়ি বা রাস্তা ব্লক করছি না, কোনোরকম অনিয়ম করছি না। রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শন করছি। এরকম একটি শান্তিপূর্ণ কর্মসূচি করছি। অথচ তাতেও বাধা।’ এ রকমের আচরণ যে সরকার করে, তাদের কাছ থেকে আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, আয়োজক সংগঠনের সভাপতি মুহম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।

/বিআই/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট