X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জিডিপি প্রবৃদ্ধির ঘোষণা চাপাবাজি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৫:১০আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৫:৫২

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী (ছবি: আদিত্য রিমন) জিডিপি প্রবৃদ্ধির সরকারি ঘোষণাকে চাপাবাজি বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভীর ভাষ্য, ‘বর্তমান সরকারের সীমাহীন লুটপাটের কারণে আর্থিক খাত ধ্বংস হয়ে গেছে। ব্যাংকে স্বাভাবিক লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমতে কমতে এখন সর্বনিম্ন পর্যায়ে। বিদেশি রেমিটেন্সে ধস নেমেছে। দুঃশাসনের কবলে পড়ে দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। উন্নয়নের নামে দেশজুড়ে হরিলুট চলছে।’

এই রাজনীতিবিদ উল্লেখ করেছেন, সারাদেশের সড়ক-মহাসড়ক, ব্রিজ-কালভার্টের বেহাল দশা ও খুলনা-যশোর মহাসড়কে খানাখন্দের বেহাল দশায় সংস্কারের দাবিতে আজও ১৫ জেলায় পরিবহন ধর্মঘট চলছে। তার কথায়, ‘ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-উত্তরাঞ্চল সড়কে যানজটে পড়ে মানুষের দুর্ভোগের সীমা নেই। গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্স বলছে, এশিয়ার মধ্যে নেপালের পরেই সবচেয়ে খারাপ রাস্তা বাংলাদেশে। অন্যান্য দেশের তুলনায় দ্বিগুণ-তিনগুণ অর্থ ব্যয়ে রাস্তা নির্মাণ করা হলেও কয়েক বছরের মাথায় ভয়াবহ দুর্গতি হচ্ছে রাস্তাগুলোর। দ্রুত পুনর্নির্মাণের প্রয়োজন পড়ছে। অর্থাৎ আবারও নতুন বাজেট, নতুন ভাগবাটোয়ারা ও নতুন চুরির সুযোগ সৃষ্টি করা হচ্ছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, ‘চুরিবিদ্যাই আওয়ামী লীগের একমাত্র অর্জন। এসবের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা, জালিয়াতি ও জাল নথির মাধ্যমে বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে।’

খালেদা জিয়ার বয়স এখন ৭৩ বছর—এ তথ্য জানিয়ে রিজভীর অভিযোগ, কারাগারে বিএনপি চেয়ারপারসনকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, ‘তাকে হাইকোর্ট জামিন দিয়েছেন, কিন্তু সরকারপ্রধানের নির্দেশে তা স্থগিত করা মানবধিকারের চরম লঙ্ঘন। তার প্রকৃত শারীরিক অবস্থা এখন কেমন, তা জানতে পারছি না আমরা। তার ব্যক্তিগত চিকিৎসকদেরও বাধা দেওয়া হচ্ছে। অবিলম্বে আমরা তার মুক্তি চাই।’

সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের বক্তব্য–‘অবিলম্বে দেশনেত্রীর কারামুক্তি নিয়ে নিষ্ঠুর ষড়যন্ত্র বন্ধ করুন। আর যদি না করেন তাহলে কেউ হাত গুটিয়ে বসে থাকবে না।’

/এএইচআর/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে আদালতে তলব
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে আদালতে তলব
ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল
ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে