X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে খুলনার মতো নির্বাচন করা যাবে না: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ১৪:২০আপডেট : ২৫ মে ২০১৮, ১৫:০৮

আলোচনা সভায় বক্তারা খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মতো গাজীপুরে একই ধরনের নির্বাচন সরকার করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

শুক্রবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় খন্দকার মোশাররফ বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে এই সরকারের নীলনকশা আপনারা খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দেখেছেন। খুলনায় দলীয় ও প্রশাসনের মাধ্যমে ভোট ডাকাতি করেছে। এখন গাজীপুরেও একই নীলনকশা তারা করছে। তবে খুলনায় যা করেছে গাজীপুরে তা করতে পারবে না। কারণ, গাজীপুর আর খুলনার মানুষ এক নয়। খুলনার অভিজ্ঞতার আলোকে সরকারের কূটকৌশল প্রতিহত করতে আমরা আমাদের কৌশল পরিবর্তন করে মাঠে থাকবো।’

তিনি বলেন, ‘এই সরকারের পতন করা আমাদের আগামী আন্দোলনের প্রধান ইস্যু। আদালত দিয়ে খালেদা জিয়ার মুক্তি হবে না। মুক্তি হবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। সময়ই বলে দেবে কী ধরনের আন্দোলন হবে। নরম আন্দোলন হবে না গরম আন্দোলন হবে।’

বিএনপির এই নেতা বলেন, সারাদেশে এখন একটি মাদকবিরোধী অভিযান চলছে। রিকশাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ জানে মাদকের মূলহোতা কারা। আন্তর্জাতিকভাবে কারা মাদকের ব্যবসা করে। কোন এমপি, কোন মন্ত্রী এই ব্যবসা করে সব তারা জানেন। প্রত্যেক নির্বাচনি এলাকায় সরকারদলীয় এমপি ও নেতাকর্মীর ছত্রছায়া ছাড়া কোনও মানুষ মাদক ব্যবসা করতে পারেন না। একই সঙ্গে প্রশাসনের সহযোগিতা ছাড়া কেউ মাদক ব্যবসা করতে পারে না। অথচ তাদের গ্রেফতার করছে না। 

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ভারতে গেছেন। বারবার যান। কিন্তু বাংলাদেশের মানুষের বাঁচা-মরার সমস্যা হলো তিস্তার পানি। সেই পানি  কোনও আলোচনায় আনতে পারেন না। কোনও দিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পানি নিয়ে আলোচনা করতে পারেন না। এজন্য মানুষের আশঙ্কা হচ্ছে ভারত গিয়ে ৫ জানুয়ারির নির্বাচনের মতো কোনও ষড়যন্ত্র করছেন কিনা। এবার যদি তিস্তার পানিচুক্তি নিয়ে ভালো কোনও খবর আনতে পারেন তাহলে মনে করবো আপনার সফর যৌক্তিক।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ড্যাব সভাপতি আজিজুল ইসলাম, ড্যাব সহ-সভাপতি খায়রুল ইসলামসহ অনেকে।

 

 

/এসএস/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু