X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার এড়িয়ে চলার পরামর্শ নজরুল ইসলাম খানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৯

প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আগামী দিনের আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘তার আগে গ্রেফতার এড়িয়ে চলবেন।’ সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের মুক্তি ও চিকিৎসার দাবিতে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা।  

নজরুল ইসলাম বলেন, ‘একজন একটা ম্যাসেজ পাঠিয়েছেন আমাকে, আপনাদের অনেকের কাছেও পাঠিয়েছেন, আপাতত ধরা-টরা পড়বেন না, সাবধানে থাকবেন। আন্দোলন-সংগ্রাম সামনে আসছে, তখন যেন সেই সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, একই আহ্বান আপনাদের প্রতি আমারও।’

পরিবেশ দূষণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘গত ১০ বছরে রাজনৈতিক দূষণে যে পরিমাণ মানুষ বাংলাদেশে মারা গেছে, তার পরিসংখ্যান করা হলে বিশ্বের এক নম্বর হবে এই দেশ।’

সবাই আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আপনারা ( সরকার) এমপি থেকে নির্বাচন করবেন আর আমরা এমপি না হয়ে ইলেকশন করবো, এটা লেভেল প্লেয়িইং ফিল্ড হলো নাকি? কাজেই সংসদ ভেঙে দিতে হবে। নির্দলীয় সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সেনা  মোতায়েন করতে হবে।’

মানুষ যখন ঐক্যবদ্ধ হলে কোনও বাধায় তাকে আটকাতে পারে না বলেও দাবি করে নজরুল ইসলাম বলেন, ‘দেশের  মানুষ গত প্রায়  ১০ বছর ধরে যেভাবে নির্যাতিত, নিষ্পেষিত , অত্যাচারিত ও বঞ্চিত হয়েছে, তাতে সবার মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। মনে রাখতে হবে, বিপুল পরিমাণের একটা বারুদের স্তূপ যদি এক জায়গায় রাখে, সেটা কোনা ক্ষতি করতে পারে না, যে পর্যন্ত তাতে আগুনের স্ফূলিঙ্গ নিক্ষেপ করা না হয়।’ তিনি বলেন, ‘বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর  হৃদয়ে বারুদের স্তূপ জমেছে। সেগুলো বিস্ফরণের অপেক্ষা আছে। কখন, কীভাবে বিস্ফরণ ঘটবে, সেটা সময়ই বলে দেবে। এটা মনে করার কারণ নেই যে, বিএনপি দুর্বল হয়ে গেছে।’

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মামুন ওর রশীদ শান্তর সভাপতিত্বে ও শাবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সরদার মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাবি ছাত্রদলের বর্তমান সভাপতি এম এ রাকিব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, খন্দকার আব্দুল মুক্তাদির, সহ ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী সিদ্দিকী, সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হাসান, শাবি ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এস এ সুলতান প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!