X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাস্তা বন্ধ করে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন

আদিত্য রিমন
১২ নভেম্বর ২০১৮, ১৩:২৪আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৭:৪৫

রাস্তা বন্ধ করে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন রাস্তা বন্ধ করে শোডাউন করছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। সোমবার (১২ নভেম্বর) সকাল ৯টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দলটির নেতাকর্মীও। একপর্যায়ে কার্যালয়ে সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিএনপির পক্ষ থেকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে মাইকিং করতেও দেখা গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। বিএনপির মনোনয়ন ফরমের দাম রাখা হচ্ছে ৫ হাজার টাকা। আর মনোনয়ন ফরম জমা দেওয়ার সঙ্গে আরও জমা দিতে হবে ২৫ হাজার টাকা।

রাস্তা বন্ধ করে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন ঢাকা -১৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকার সাবেক কমিশনার মাসুদ খান। শতাধিক নেতাকর্মীর একটি মিছিল নিয়ে এসে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মুন্সীগঞ্জ- ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল্লাহ। তিনিও শতাধিক নেতাকর্মীর একটি মিছিল নিয়ে আসেন মনোনয়ন ফরম সংগ্রহ করতে। একইভাবে মিছিল নিয়ে আসেন ভোলা -২ থেকে সাবেক এমপি হাফিজ উদ্দিন, ঢাকা-৭ মনোনয়ন প্রত্যাশী এই আসনের সাবেক এমপি মরহুম নাসির উদ্দিন মিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।

মুন্সীগঞ্জ-২ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট বিপুল ব্যবধানে জয়ী হবে। আমরা না মানলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, আশা করি তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখবেন। যদিও এখন পর্যন্ত সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাবো।’
রাস্তা বন্ধ করে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন এদিকে সাদা পোশাকের পাশাপাশি পুলিশের একটি টিম দেখা গেছে নয়াপল্টন বিএনপি অফিসের পাশে দাঁড়িয়ে থাকতে। তবে রাস্তার যান চলাচল স্বাভাবিক করতে কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি।

বিএনপির দফতর সূত্রে জানা গেছে, বেলা ১২টা পর্যন্ত শতাধিক মনোনয় ফরম বিক্রি হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে।

মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিএনপি।’

এদিকে সারাদেশ থেকে আসা বিএনপি নেতাকর্মীদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবিসহ মনোগ্রাম কিনতে দেখা যাচ্ছে। বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে দুই শতাধিক ছবি বিক্রি করেছি।

বিএনপির প্রচার সম্প্রচার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘এত নির্যাতন, হামলা- মামলার পরও নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি