X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সরকারের থলে থেকে কালো বিড়াল বেরিয়ে আসছে: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪১

মানববন্ধনে খন্দকার মোশররফ অবৈধ এই সরকারের থলের ভেতর থেকে ধীরে ধীরে কালো বিড়াল বেরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘আপনারা দেখছেন যুবলীগ নেতারা কীভাবে অবৈধভাবে ঢাকা শহরে ক্যাসিনো চালাচ্ছে। কীভাবে লুট ও চাঁদাবাজি করছে। একজন যুবলীগ নেতার বাড়িতে ১৬৫ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রার বস্তা পাওয়া গেছে। সেখানে কত টাকা পাওয়া গেছে তা এখনও বলা হয়নি।’

শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা দল আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘যুবলীগের একজন সমবায় সম্পাদকের বাড়িতে ১ কোটি ৮০ লাখ টাকা ক্যাশ পাওয়া গেছে। তাহলে আপনারা বুঝতে পারেন তার চেয়ে যারা যুবলীগের একটু বড় নেতা আছেন তাদের বাড়িতে কত টাকা পাওয়া যাবে। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে ৮৬ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। আমরা ধারণা করতে পারি, তাদের ওপর লেভেলের নেতারা এর চেয়ে বড় বড় দুর্নীতিতে জড়িত আছেন। তাদের বাড়িতে অনুসন্ধান করলে এর চেয়ে বেশি অবৈধ সম্পদ পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘আজকে সমাজের সব ক্ষেত্রে পচন ধরেছে। দুর্নীতির দায়ে হাইকোর্টের তিনজন বিচারপতিকে দায়ী করা হচ্ছে, দুদক কর্মকর্তাদের দায়ী করা হচ্ছে, পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দায়ী করা হচ্ছে, কারা কর্মকর্তাদের দায়ী করা হচ্ছে।’

খন্দকার মোশাররফ বলেন, ‘ক্যাসিনোগুলো প্রশাসনের সহযোগিতায় চলছে। তা না হলে থানা থেকে কয়েক গজ দূরে এরকম ক্যাসিনো চলতে পারো না। শুধু ক্যাসিনো না, এমন কোনও অন্যায় নাই যে এই অবৈধ সরকার করে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে অনৈতিক ও  অস্বাভাবিকভাবে। জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই।’

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/এমএমজে/
সম্পর্কিত
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দার আটক
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!