X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইভিএম নিয়ে আমাদের শঙ্কা ইসির বক্তব্যেও প্রমাণিত: তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২০, ১৯:২৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৯:৫৩

নির্বাচনি প্রচারণায় তাবিথ আউয়াল নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আশঙ্কা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে আমাদের যে শঙ্কা ছিল, নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের বক্তব্যে সেটি প্রমাণিত হয়েছে।’ শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও তালতলায় নির্বাচনি প্রচার শুরুর আগে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘ভোটার এসে আঙুলের ছাপ দিয়ে ব্যালট পেপার পেলেন; ইস্যু হলো আরেকজন দৌড় দিয়ে ঢুকে তার ভোটটা দিয়ে দিলেন। এরকম যদি হয়, তাহলে কিন্তু ইভিএমে জালভোট দেওয়া সম্ভব।’

এ প্রসঙ্গে তাবিথ বলেন, ‘আমরা জানতে চাই, কী হচ্ছে? একজন নির্বাচন কমিশনার বলেছেন, কেন্দ্র দখল করতে পারলে ইভিএমে ভোট চুরি করা যায়। এই বক্তব্য দিয়ে নির্বাচন কমিশন কী বলতে চাচ্ছেন? এসব কথা আমাদের আশঙ্কা বাড়িয়ে দেয়।’

বিএনপির পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে দাবি করে তাবিথ বলেন, ‘৩০ জানুয়ারির জন্য জনগণ অপেক্ষায় আছে। কিন্তু আমরা প্রতিদিন দেখছি পরিস্থিতি বদলাচ্ছে। ভোটাররা ভয়ে আছেন, তারা ভোট দিতে চান। তাদের ভোটের অধিকার রক্ষা করতে চান। আমরা ভোটারদের নিরাপত্তা চাই।’ তিনি আরও বলেন, ‘দায়িত্বশীল দল হিসেবে বিএনপি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা ভোটারদের আকৃষ্ট করবো, তারা যেন নিজের ভোট নিজে দেন। যতই হামলা আসুক, শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকবো।’

শনিবারের নির্বাচনি প্রচারণায় তাবিথ আউয়াল খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, মধুবাগ, বনশ্রী, মগবাজার, হাজীপাড়া, রামপুরাসহ আশপাশের এলাকায় জনসংযোগ করেন।

এ সময় তাবিথ আওয়ালের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আবুল হোসেন, এবিএম মোশাররফ হোসেন, নিপুণ রায় চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা আকরামুল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, স্থানীয় কাউন্সিলর প্রার্থী হেলাল কবির, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

/এসএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
সর্বশেষ খবর
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে