X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

খালেদা জিয়ার চিকিৎসা চলবে সিসিইউতে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ১৬:৫১আপডেট : ০৯ মে ২০২১, ১৭:৩৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাস থেকে মুক্ত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের ডাক্তাররা আমাকে বলেছেন, তার শারীরিক অবস্থা অগ্রগতির দিকে। তবে এখনও তার যে চিকিৎসা চলছে, সেটা সিসিইউ ছাড়া অন্য কোথাও সম্ভব নয়।’

রবিবার (৯ মে) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শনিবার (৮ মে) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘গতকাল আমাদের দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়।’

খালেদা জিয়ার কোভিড নেগেটিভ এসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘একইসঙ্গে ম্যাডামের যেসব সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো ক্রমান্বয়ে উন্নতির দিকে আসছে। কিন্তু এখনও তার যে মূল সমস্যাগুলো আছে, তিনি অনেক অসুখে ভুগছেন দীর্ঘকাল ধরে।’ এর আগে, গত বৃহস্পতিবার (৬ মে) মির্জা ফখরুল জানিয়েছিলেন, খালেদা জিয়া পোস্ট-কোভিড সমস্যায় ভুগছেন।

তিনি বলেন, ‘কারাভোগ করার কারণে খালেদা জিয়ার চিকিৎসা না হওয়ায় সেই অসুখগুলো বেড়েছে। বয়সের কারণে সেগুলো বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমাদের মেডিক্যাল বোর্ড অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা করছেন। উদ্বেগ্নের সঙ্গে ম্যাডামের চিকিৎসা করছেন তারা। আশার কথা হচ্ছে, তিনি এখন কোভিডমুক্ত।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘যদিও এখন তার বিভিন্ন রকম শারীরিক চিকিৎসা চলছে, সেগুলোর যে চিকিৎসা পদ্ধতি আছে, তা সিসিইউ ছাড়া কোথাও সম্ভব না। তাকে সিসিইউতে রেখেই চিকিৎসা করতে হবে। সেই জন্য সিসিইউতে যা যা দরকার, করছে মেডিক্যাল বোর্ড। কিছুক্ষণ আগে আমাকে মেডিক্যাল বোর্ডের ডাক্তাররা যেটা বলেছেন, তার শারীরিক অবস্থা অগ্রগতির দিকে। এখন আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি যে তাকে যেন সম্পূর্ণভাবে সুস্থ করেন।’         

আশা করি কোভিড নেগেটিভ আসবে

নিজে একটু অসুস্থবোধ করছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি কিছুটা অসুস্থ অনুভব করছি। এই কারণে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসেছি। করোনা টেস্ট করতে দিয়েছি। যদিও আমি আশা করি, কোভিডের বিষয়টি হয়তো নেগেটিভই আসবে। তারপরও আপনারা সবাই দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘আমি তো এমনিতে অসুস্থ মানুষ। বিভিন্ন সময়ে বিভিন্ন জনসমাগম স্থলে যেতে হয়। ফলে, গতকাল থেকে কিছুটা অসুস্থবোধ করায় আজ সকালে কোভিড টেস্ট করতে দিয়েছি। যদিও আমি মাঝে মাঝে এই টেস্ট করাই নিশ্চিত হওয়ার জন্য। আশা করি, আজকের টেস্টের রিপোর্ট বেলা ৩-৪টার মধ্যে পেয়ে যাবো।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
টেলিকম খাতে নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ
গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানালেন খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সর্বশেষ খবর
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা