X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দিনভর আলোচনা ও খাদ্য বিতরণে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৯:৫৫আপডেট : ৩০ মে ২০২১, ১৯:৫৫

সাবেক রাষ্ট্রপতি ও দলীয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বিএনপি। রবিবার (৩০ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশে ও দেশের বাইরে আলোচনা সভা ও খাদ্য বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করেন দলের কেন্দ্রীয় থেকে সর্বস্তরের নেতাকর্মীরা।

সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও কার্যালয়ে অবস্থানরতরা কালো ব্যাচ ধারণ করেন। সকাল সাড়ে নয়টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তবারক বিতরণ হয়েছে। দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে বিএনপির মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে খাদ্য বিতরণ করেন। খিলগাঁও এলাকায় ত্রাণ বিতরণ করেন মির্জা আব্বাস। ঢাকার মিরপুরে এস এ খালেক পেট্রোল পাম্পের সামনে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পল্লবীর অনিক প্লাজার সামনে অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি আরও জানান, মোহাম্মদপুর টাউন হল এলাকায় সহায়তা দেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গুলশান ২ নম্বর আল মানারাত স্কুলের সামনে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। ঢাকার বাইরে বগুড়ায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন বগুড়া জেলা বিএনপি'র আহ্বায়ক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ। এ ছাড়া দলের কেন্দ্রীয় পর্যায়ের আরও নেতৃবৃন্দ খাদ্যসহায়তা দিয়েছেন।

দলের দফতর বিভাগ জানায়, রবিবার দুপুরে নয়পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ১২ জুন পর্যন্ত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর প্রোগ্রাম চলবে।

দলের মিডিয়া উইং জানায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার থেকে ভার্চুয়াল সভা শুরু হয়েছে। আজ অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের প্রবাসীদের উদ্যোগেও ভার্চুয়াল সভা হয়েছে। এসব সভায় বিএনপির সিনিয়র নেতারাসহ মধ্যম সারির নেতারা অংশ নেন।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪০তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (৩০ মে)। ১৯৮১ সালের এই দিন ভোরে চট্টগ্রামে একদল বিপথগামী সেনা কর্মকর্তাদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণ করতে ১৫ দিনের কর্মসূচি দিয়েছে তারই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল- বিএনপি।

 

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা