X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ২১:৪৮আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২৩:১২

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকা জেলার কেরানীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির পূজামণ্ডপ দিয়ে এই পরিদর্শন শুরু করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতা।

মণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা আব্দুস সালাম, জহির উদ্দিন স্বপন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, আজিজুল বারী হেলাল, আব্দুস সালাম আজাদ, আমিরুল ইসলাম খান আলীম, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, মহানগর নেতা এবিএম মোয়াজ্জেম হোসেন, ইকবাল হোসেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির পূজামণ্ডপ দিয়ে এই পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনে শামা ওবায়েদ, নিপুণ রায় চৌধুরীসহ অন্যরা এরপর সন্ধ্যায় ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। এরপর রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মির্জা ফখরুল শারদীয় দুর্গাপূজা উৎসবের মহা-নবমীর দিন পূজামণ্ডপে গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানান।

হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করি। আমরা আজকে এখানে আমাদের দলের চেয়ারপারসন  খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।’

এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের গৌতম চক্রবর্তী, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী