X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
১০ চৈত্র ১৪২৯

ঠাকুরগাঁওয়ে মন্দির ভাঙচুর: তদন্তে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ও পাড়িয়া ইউনিয়নের ১২টি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর ও মন্দিরে হামলার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। আজ (৮ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৮ টায় তারা বিমানযোগে সৈয়দুপর গিয়ে সেখান থেকে ঠাকুরগাঁওয়ে যাবেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। এর আগে,গত ৪ ফেব্রুয়ারি (শনিবার) রাতে ১২ মন্দিরে হামলা চালানো হয়।  রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ ঘটনায় সারাদেশে প্রতিবাদ শুরু হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। একই দিন দলের মহাসচিব মির্জা ফখরুল বিবৃতিতে অভিযোগ করেন, ‘ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনা শুধু ন্যাক্কার জনকই নয়, তা রহস্যজনক, পূর্ব পরিকল্পিত এবং কলঙ্কজনক। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই মাঝে মধ্যে কতিপয় স্বার্থান্বেষী মহল এসব ঘটনা ঘটিয়ে সম্প্রীতির বন্ধনকে বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।’

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মহাসচিব প্রশ্ন তোলেন, ‘যেখানে হামলা চালানো হয়েছে, সেগুলো মূল সড়কের পাশেই। তাহলে এটা কী করে সম্ভভ হলো?’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বরকত উল্লাহ বুলুর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের এই কমিটিতে আরও রয়েছেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মহাসচিব তরুণ দেসহ ফ্রন্টের সদস্যরা। তারা সরেজমিন ঘুরে এসে প্রতিবেদন জমা দেবেন। এরপর দলের সিদ্ধান্ত জানাবো হবে।’

/এলকে/এসটিএস/
সর্বশেষ খবর
জাবিতে মারধরের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার
জাবিতে মারধরের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার
লন্ড‌নে ইফতা‌রের দোকা‌নে উপ‌চে পড়া ভিড় বাংলা‌দেশিদের
লন্ড‌নে ইফতা‌রের দোকা‌নে উপ‌চে পড়া ভিড় বাংলা‌দেশিদের
রোজা ফরজ হওয়ার ইতিহাস
রোজা ফরজ হওয়ার ইতিহাস
বালুভর্তি ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বালুভর্তি ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
অস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
আদালতে দেওয়া জবানবন্দিঅস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
শনিবার খোলা থাকবে ব্যাংক
শনিবার খোলা থাকবে ব্যাংক
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?
রোজার নিয়ত কী, কীভাবে করবেন?