X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

স্যাংশনের যে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র, এটি যথাযথ: খায়রুল কবির

ঢাবি প্রতিনিধি
২৫ মে ২০২৩, ১১:২৬আপডেট : ২৫ মে ২০২৩, ১৫:৪৭

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, হুঁশিয়ারি উচ্চারণ করেছে, স্যাংশন দেওয়ার জন্য ৩ মার্চ ধার্য করেছে, দেশে সুষ্ঠু নির্বাচন না হলেও স্যাংশনের যে ইঙ্গিত দিয়েছে তারা, এটি যথাযথই করেছে। ভিসা থেকে শুরু যেসব বিষয় আমাদের সামনে এসেছে, এগুলো আমাদের জাতির জন্য অত্যন্ত অবমাননাকর ও লজ্জার। বর্তমান অবৈধ সরকারের কারণে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দোলনের নামে যারা বাসে আগুন দেয়, তাদের খবর আছে বলে বিএনপিকে উদ্দেশ করে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির বলেন, আমাদের না, আওয়ামী লীগের খবর আছে, কারণ জনগণ ফুঁসে উঠেছে। জনগণ এবার দিনের ভোট রাতে করতে দেবে না। আর সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হলো নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে সুজনের সাধারণ সম্পাদক বলেছেন, ডিসি-এসপি-ইসি এক পক্ষের লোক। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। নিরপেক্ষ সরকার সাধারণ জনগণের দাবি, সুশীল সমাজের দাবি, বুদ্ধিজীবীদের দাবি। সবার দাবিকে উপেক্ষা করে তারা যদি আবারও একপাক্ষিক নির্বাচন করতে চায়, তাহলে জনগণ রাস্তায় নেমে আসবে, প্রতিরোধ করবে। তাই আমি মনে করি দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে তাদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। বাংলাদেশে কি পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? সব দেশ বাংলাদেশকে বয়কট করবে!

আগামী নির্বাচনে বিএনপির দলীয় অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে খোকন বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো। জনগণের জন্য আমরা আছি, জনগণের পাশে আমরা আছি। জনগণের দাবি আদায়ের জন্য আমরা যেকোনও ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তত আছি। আমরা আশা করবো, বর্তমান সরকার জনগণের যে দাবি, সারা বিশ্বে যে দাবি একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, তারা নিরপেক্ষ সরকারে অধীনে সেই নির্বাচন দেবে।

/এনএআর/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা