X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশের মানুষ সরকারের পতনের জন্য উন্মুখ হয়ে আছে: বুলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৬:২৫আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৬:২৫

বাংলাদেশের মানুষ সরকারের পতনের জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। রবিবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগে প্রহসনের রায় প্রত্যাহারের দাবি’তে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, আপনারা দেখেছেন গত শুক্রবার (৪ আগস্ট) তারেক রহমান ও জুবাইদা রহমানের রায়ের পর মাত্র পাঁচ ঘণ্টার নোটিশে লক্ষাধিক মানুষ হাঁটু পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন। এর থেকে আপনাদের বোঝা উচিত বাংলাদেশের মানুষ কীভাবে আপনাদের পতনের জন্য প্রস্তুতি নিয়ে আছে। আর ২৮ জুলাই প্রায় ২০ লাখ মানুষ ঢাকায় এসেছে, বিক্ষোভ করেছে, বক্তব্য শুনেছে। এর মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষ আপনাদের পতনের জন্য উন্মুখ হয়ে আছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশকে ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করবেন না। বাংলাদেশকে যদি আপনি বাঁচাতে চান তাহলে শেখ হাসিনা আপনি দেশি-বিদেশি বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করে কীভাবে পদত্যাগ করবেন সেই সিদ্ধান্ত নেন। তাহলেই বাংলাদেশ বেঁচে যাবে। এর বাইরে বাংলাদেশের বাঁচার আর কোনও রাস্তা নেই।

প্রতিবাদ কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

তিনি আরও বলেন, আজ জনতা দেখেছে যে তোমরা বিচার করছো। এই বিচার বাংলাদেশের মানুষ মানে না। কারণ তোমরা অন্যায়ভাবে বিচার করছো। তোমরা অন্যায়ভাবে মানুষকে সাজা দিচ্ছো। এক-এগারোর সময় তোমাদের বিরুদ্ধে সাড়ে সাত হাজার মামলা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ১৫টি মামলা হয়েছিল। সেই মামলাগুলো তোমরা গায়েব করে ফেললা। আর বেগম খালেদা জিয়াকে ১০ বছরের সাজা দিয়েছো। কিন্তু তিনি একদিনের সাজা পাওয়ার উপযুক্ত না যে মামলা তোমরা দিয়েছো। তারেক রহমানকে যে সাজা দিয়েছো, এক ঘণ্টার জন্যও তার সাজা হয় না।

বুলু বলেন, আজ বাংলাদেশের ৩৯টি রাজনৈতিক দল একদিকে, আর আওয়ামী লীগ শুধু একদিকে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ একদিকে, আর আওয়ামী লীগের ৫০ লাখ কর্মী একদিকে। এটাই হচ্ছে আজকের বাংলাদেশ। এই বাস্তবতা আজ শেখ হাসিনা আপনাকে মেনে নিতে হবে। তাই সময় থাকতে আপনি পদত্যাগ করে আপনার আওয়ামী লীগকে রক্ষা করেন।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফয়জুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
‘কমলা ভাসিন অ্যাওয়ার্ডের’ জন্য আবেদকারীদের দৃষ্টি আকর্ষণ
সর্বশেষ খবর
গণপূর্তের নির্মাণকাজে অর্থ সাশ্রয়ের সুপারিশ
গণপূর্তের নির্মাণকাজে অর্থ সাশ্রয়ের সুপারিশ
দ্বিতীয় ধাপে ভোটের হার ৩০ শতাংশের ওপরে, দাবি সিইসি’র
দ্বিতীয় ধাপে ভোটের হার ৩০ শতাংশের ওপরে, দাবি সিইসি’র
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান মেয়র তাপস
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান মেয়র তাপস
সত্যিই কি প্রেম ছিল, জানালেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
সত্যিই কি প্রেম ছিল, জানালেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
ছুটি ছাড়াই ২৩ মাস কর্মস্থলে আসেননি সরকারি এই কর্মচারী
ছুটি ছাড়াই ২৩ মাস কর্মস্থলে আসেননি সরকারি এই কর্মচারী
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’