জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান রুল্ফ ইয়ানোভস্কির সঙ্গে এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৩ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। জানতে চেয়েছেন উনার শরীর কী রকম, চিকিৎসার অবস্থা কী, সেটাও জানতে চেয়েছেন। বাংলাদেশ-জার্মানির মধ্যে যেসব সহযোগিতা আছে, সেগুলো কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের সব গণতান্ত্রিক দেশ যেমন অবগত, তারাও (জার্মান) জানতে চাচ্ছে— এই নির্বাচনটি কীভাবে নিরপেক্ষ করা যায়, কীভাবে গ্রহণযোগ্য করা যায়, কীভাবে আন্তর্জাতিক মানের করা যায়, কীভাবে বিশ্বাসযোগ্য করা যায়।’
আমির খসরু বলেন, ‘জার্মানসহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো সবাই চাচ্ছে, বাংলাদেশে একটা বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের অংশীদারিত্ব ও নিরপেক্ষ একটি নির্বাচন। বাংলাদেশের মানুষ যেভাবে চাচ্ছে তারাও একইভাবে চাচ্ছে। তারা তো আর বাংলাদেশে প্রক্রিয়া বলে দেবে না। তারা যেটা চাচ্ছে সেটা বলছে।’
তিনি বলেন, ‘প্রক্রিয়াটা কী হবে সেটা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি, নিরপেক্ষ সরকার ব্যতীত বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিকমানের অংশীদারিত্ব নির্বাচন হওয়া সম্ভব না।’
নির্বাচন নিয়ে আপনারা কীঢ বলেছেন, জানতে চাইলে খসরু বলেন, ‘আমরা যা বলার সবসময় তা বলে আসছি। বাংলাদেশে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনও সুযোগ নেই। কারণ, সেই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য কোনও কিছু বয়ে আনবে না। আবার একটা ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া এই নির্বাচন আর কিছু না।’
ঘণ্টাব্যাপী এই বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।