X
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
১০ আশ্বিন ১৪৩০

সবকিছু ভুলে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হোক: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৩

খালেদা জিয়ার জীবন রক্ষার্থে অবিলম্বে মুক্তি দিয়ে দ্রুত বিদেশে পাঠাতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি আজ আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে সমগ্র দেশবাসী ও সরকারকে বলতে চাই, সবকিছু ভুলে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক।’

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে জেনেছেন, গতকাল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে শিফট করতে হয়েছে। এর কারণ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে সেই অবস্থা থেকে বেরিয়ে আজ সকালে তিনি.. একটু ভালো’।’

তিনি বলেন, ‘ডাক্তাররা তাকে দেখছেন। যারা ২৪ ঘণ্টা তার মনিটরিং করছেন, তার সঙ্গে যারা আছেন, তারা বারবার বলছেন, এখন পর্যন্ত তারা যতটুকু পেরেছেন, তাদের চিকিৎসা করেছেন। এরপর যে উন্নত চিকিৎসা দরকার সেটির জন্য বাংলাদেশে কোনও অ্যাডভান্স মেডিক্যাল সেন্টার নেই। এই কারণে তারা বারবার বলছেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানো জরুরি।’

বিএনপি মহাসচিব বলেন ‘আমরা সরকারের কাছে সারাক্ষণই বলছি, চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠাতে হবে। ডাক্তাররাও একই কথা বলছেন।’

‘খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা না হলে যেকোনও পরিস্থিতির সমস্ত দায় সরকারকেই নিতে হবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত আছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের হাসান জাফির তুহিন ও শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবি গণফোরামের
খালেদা জিয়াকে নিয়ে সরকারের কাছে শেষ আহ্বান বিএনপিরআল্টিমেটামের কারণ জানালেন মির্জা ফখরুল
খালেদা জিয়ার বিষয়ে আইনিভাবে সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
‘বঙ্গবন্ধুর কিশোরবেলা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে সিনেমাটি’
‘দুঃসাহসী খোকা’র প্রিমিয়ারে তথ্যমন্ত্রী‘বঙ্গবন্ধুর কিশোরবেলা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে সিনেমাটি’
সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে যুবলীগ নেতাসহ কারাগারে ৪
সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে যুবলীগ নেতাসহ কারাগারে ৪
অধিভুক্ত সব কলেজের শিক্ষকদের তালিকা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়
অধিভুক্ত সব কলেজের শিক্ষকদের তালিকা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ইউক্রেনের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি হাঙ্গেরির
ইউক্রেনের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি হাঙ্গেরির
সর্বাধিক পঠিত
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
আজকের আবহাওয়া: নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
আজকের আবহাওয়া: নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি