জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা-বিনিময় করেছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই শুভেচ্ছা-বিনিময় করেন তারা। এ সময় অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গীতা পাঠের মধ্য দিয়ে এই শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠান শুরু হয়। এতে ঢাকার ইসকন মন্দির ও রামকৃষ্ণ মিশনের পুরোহিতরাসহ বাংলাদেশ পূজা পরিষদের নেতারা অংশ নেন। পরে জন্মাষ্টমীর প্রসাদ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, ‘১৯৭১ সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। তখন আমাদের লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র করবো। আজকে সেই গণতন্ত্রকে তারা (ক্ষমতাসীন সরকার) ধ্বংস করে দিয়েছে। আমাদের অধিকারগুলো কেড়ে নিয়েছে।’
তিনি বলেন, ‘আজকে আমাদের দায়িত্ব হবে, এই দেশকে রক্ষা করা। এটা শুধু বিএনপির আন্দোলন নয়, এটা সব মানুষের আন্দোলন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, ফ্রন্টের কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ড, আবদুল বারী ড্যানি, অমলেন্দু অপু, সুশীল বড়ুয়া, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, তরুণ দে, মিল্টন বৈদ্য, মিতালী চক্রবর্তী প্রমুখ।