X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার হটাতে ঢাকায় দুর্গ গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ২২:৫১আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২২:৫১

সরকার হটানোর আন্দোলনে ‘ঢাকায় দুর্বোধ্য দুর্গ’ গড়ে তোলার তাগিদ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শর্টকাট পদ্ধতিতে কোনও দিন কিছু হয় না। প্রত্যেকটি বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়।

শনিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার-মাহফিলে মহানগর নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব এ কথা বলেন।         

ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজধানী ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানার কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সব আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ঢাকা। এখানে সরকারের ভয়াবহ সেই দানবদেরকে পরাজিত করা। সে কারণে ঢাকার মহানগরের দায়িত্ব অনেক বেশি। আমি অনুরোধ করবো, মহানগরের নেতাদেরকে ঢাকাকে সেভাবে গড়ে তোলেন, যেন ঢাকা দুর্বোধ্য দুর্গে পরিণত হয়। এই দুর্গ যেন কেউ ভাঙতে না পারে— সেভাবে আমাদেরকে এখানে সংগঠন গড়ে তুলতে হবে।’

সঠিক নির্দেশনা ও কর্মসূচি দিয়ে আগেকার মতো আন্দোলন ও জনসমর্থন গড়ে তোলা যাবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘চলমান আন্দোলন আমাদের প্রিয় রাষ্ট্রকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশে পরিণত করবার জন্যে।’

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও দুই মহানগরের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হকের যৌথ সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও কথা বলেন।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
যেকোনও সময় অর্থনীতিতে ব্যাপক ধস নামতে পারে: অলি
‘নতুন পথ’ খুঁজছে বিএনপি, শনিবার বিশেষ বৈঠক
পোশাকশ্রমিকদের ৯ দাবি
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?