X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সরকার হটাতে ঢাকায় দুর্গ গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ২২:৫১আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২২:৫১

সরকার হটানোর আন্দোলনে ‘ঢাকায় দুর্বোধ্য দুর্গ’ গড়ে তোলার তাগিদ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শর্টকাট পদ্ধতিতে কোনও দিন কিছু হয় না। প্রত্যেকটি বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়।

শনিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার-মাহফিলে মহানগর নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব এ কথা বলেন।         

ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজধানী ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানার কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সব আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ঢাকা। এখানে সরকারের ভয়াবহ সেই দানবদেরকে পরাজিত করা। সে কারণে ঢাকার মহানগরের দায়িত্ব অনেক বেশি। আমি অনুরোধ করবো, মহানগরের নেতাদেরকে ঢাকাকে সেভাবে গড়ে তোলেন, যেন ঢাকা দুর্বোধ্য দুর্গে পরিণত হয়। এই দুর্গ যেন কেউ ভাঙতে না পারে— সেভাবে আমাদেরকে এখানে সংগঠন গড়ে তুলতে হবে।’

সঠিক নির্দেশনা ও কর্মসূচি দিয়ে আগেকার মতো আন্দোলন ও জনসমর্থন গড়ে তোলা যাবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘চলমান আন্দোলন আমাদের প্রিয় রাষ্ট্রকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশে পরিণত করবার জন্যে।’

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও দুই মহানগরের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হকের যৌথ সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও কথা বলেন।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে