X
বুধবার, ১৮ জুন ২০২৫
৪ আষাঢ় ১৪৩২

সিপিবিসহ বাম দলগুলোর সঙ্গে বিএনপির সাক্ষাৎ হচ্ছে রবিবার

সালমান তারেক শাকিল
১৯ এপ্রিল ২০২৫, ১৫:২৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:২৯

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিপিবিসহ বাম ধারার দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপি। রবিবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর বনানী বা গুলশানে এই বৈঠকটি হতে পারে। বিএনপি ও সিপিবির শীর্ষপর্যায়ের নেতাদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে। 

বিএনপির দায়িত্বশীলসূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, রবিবার বিকাল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে সিপিবি, বাসদসহ বাম ধারার দলগুলোর আলোচনা হবে।

এ বিষয়ে শনিবার দুপুর ৩টার দিকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে তো আমাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়। আনুষ্ঠানিক সেরকম কিছু না। আগামী পরশু আমি দেশের বাইরে যাবো। আগামীকাল (রবিবার) দেখা-সাক্ষাতের সম্ভাবনা আছে।’

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের জাতীয়ভাবে গ্রেটার ঐক্য দরকার। জাতীয় নির্বাচন দরকার, এই প্রশ্নে দেশের সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য প্রকাশ করছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রশ্নে কীভাবে গ্রেটার ঐক্য করা যায়, সে ব্যাপারে সিপিবি, বাসদসহ বামধারার দলগুলোর সঙ্গে আলোচনা হবে। ইতোমধ্যে তারাও নির্বাচনের বিষয়ে মতপ্রকাশ করেছে।’

বিএনপির সূত্র জানায়, ইতোমধ্যে দেশের অধিকাংশ মূল ধারার রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে ঐকমত্য প্রকাশ করছে। যদিও একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াত, ছাত্রদের দল এনসিপিসহ কওমি মাদ্রাসাকেন্দ্রিক কিছু দল নির্বাচন প্রশ্নে নানারকম মত প্রকাশ করছে। 

ইসলামী আন্দোলন সংস্কার নিয়ে প্রকাশ্যে মত দিলেও ইতোমধ্যে শুক্রবার ঢাকা উত্তর সিটির জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এনসিপি জানিয়েছে, তারা প্রয়োজনে নির্বাচন বয়কট করবে।

বিএনপির উচ্চপর্যায়ের নেতারা বলছেন, সুষ্ঠু ও অংশগ্রহণ নির্বাচন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বিগত কয়েক বছর ধরে বাম ও প্রগতিশীল ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বৃহত্তর ঐক্য গঠনের প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। এর অংশ হিসেবেই আগামীকাল রবিবার সিপিবি, বাসদসহ বাম দলগুলোকে বিএনপির সঙ্গে আলোচনায় দেখা যাচ্ছে। 

সূত্র জানায়, বিকাল ৪টায় রাজধানীর বনানীর একটি হোটেলে আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য  আলোচনায় অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি জানান, আগামীকাল (রবিবার) নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক হবে বিএনপির লিয়াঁজো কমিটির। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হবে।

/ইউএস/
সম্পর্কিত
সরকার দক্ষিণ সিটির সেবায় বিঘ্ন ঘটাচ্ছে: ইশরাক
সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া
ঐকমত্য কমিশনের ‘এক দলের বেশি প্রাধান্য’ নিয়ে সংশয় এনসিপির
সর্বশেষ খবর
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জন হাসপাতালে ভর্তি
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জন হাসপাতালে ভর্তি
সরকার দক্ষিণ সিটির সেবায় বিঘ্ন ঘটাচ্ছে: ইশরাক
সরকার দক্ষিণ সিটির সেবায় বিঘ্ন ঘটাচ্ছে: ইশরাক
টাঙ্গুয়ারকে বাঁচাতে ৬ দাবি হাওরবাসীর
টাঙ্গুয়ারকে বাঁচাতে ৬ দাবি হাওরবাসীর
অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
ইসরায়েলি হামলার পর তেহরানের হাসপাতালে ‘রক্তস্নান’
ইসরায়েলি হামলার পর তেহরানের হাসপাতালে ‘রক্তস্নান’
সিরিয়ার আকাশ দিয়ে ইরানে বোমা ফেলছে ইসরায়েল: নীরব সরকার, বাড়ছে ক্ষোভ
সিরিয়ার আকাশ দিয়ে ইরানে বোমা ফেলছে ইসরায়েল: নীরব সরকার, বাড়ছে ক্ষোভ
‘যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ উদ্ধারে বড় ধরনের অগ্রগতি’
‘যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ উদ্ধারে বড় ধরনের অগ্রগতি’
দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে গুগল পে: ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা
দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে গুগল পে: ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা
ডিসি ফিট লিস্টের জন্য ডাক পেলেন ৪০ কর্মকর্তা
ডিসি ফিট লিস্টের জন্য ডাক পেলেন ৪০ কর্মকর্তা