X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

হরতাল শান্তিপূর্ণভাবে পালিত: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ২০:১৪আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২০:৩২

জামায়াতে ইসলামী শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে, বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান।
ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সরকারের রক্তচক্ষু, হুমকি-ধামকি ও গ্রেফতার উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল সফল করায় আমি দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।’ সারা দেশে জামায়াতের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্র অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে, বলেও মন্তব্য করেন তিনি।
মুজিবুর রহমান অভিযোগ করেন, হরতাল চলাকালে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, গাজীপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, চুয়াডাঙ্গাসহ সারা দেশে জামায়াতের ২১১ জন নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
ভারপ্রাপ্ত আমির বলেন, ‘সরকার অন্যায়ভাবে জামায়াতসহ বিরোধী দলের ওপর ও দেশের জনগণের উপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে। জনগণের উপর জুলুম নির্যাতন চালানোর কারণে সরকারের জনপ্রিয়তা বর্তমানে শূন্যের কোঠায় নেমেছে।’
তিনি বলেন, ‘সরকার এখন দেশকে রাজনীতিশূন্য করে শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

/এসটিএস/এমও/
সম্পর্কিত
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়