আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার সরকারি সিদ্ধান্তে শোকরানা সভা করেছে জামায়াতে ইসলামী। শনিবার (৯ মে) দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর মগবাজার চৌরাস্তায় এই কর্মসূচি পালন করেছে দলটি। এতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন।
প্রসঙ্গত, গত বছরের ১ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইনে দল ও সংগঠন, সত্তা হিসেবে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করেছিল। পরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার এই নিষেধাজ্ঞা তুলে নেয়। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে।
জামায়াতের প্রচার বিভাগের নেতা আতাউর রহমান সরকার জানান, শনিবার রাত ১২.১৫টায় মগবাজার চৌরাস্তায় বিভিন্ন স্থান থেকে আগত নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশ্যে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান প্রমুখ।