X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

আওয়ামী লীগের জনসমর্থন শূন্যের কোঠায়: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্র্ট
১২ মার্চ ২০১৮, ১৯:১৩আপডেট : ১২ মার্চ ২০১৮, ২১:২৬

জাপার মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমান সরকারের উন্নয়ন শুধু ঢাকায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘ঢাকার বাইরের খবর নেই। নারী নির্যাতন ও নিরাপত্তার অভাবে ১৫ বছর বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। দেশে আইনের শাসন নেই। বর্তমানে আওয়ামী লীগের জনসমর্থন শূন্যের কোঠায়।’ সোমবার দুপুরে রাজধানীর এজিবি কলোনী কমিউনিটি সেন্টারে দলের ২৪ মার্চের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে এরশাদ বলেন, ‘পানির মধ্যে বস্তি। মানুষ কেন ঢাকার বস্তিতে বসবাস করে? কারণ গ্রামের মানুষ ভালো নেই। অথচ বর্তমান সরকার দাবি করে, দেশ নাকি মধ্যবর্তী আয়ের দেশে পরিণত হয়েছে। দেশে আজ পান দোকানেও ইয়াবা পাওয়া যায়। বেকারত্বের কারণে তরুণ সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে। বিদেশি সংস্থা কোনও শিল্প কারখানা করে না। কারণ আমাদের প্রতি তাদের কোনও আস্থা নেই।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। সামনে নির্বাচন, সে নির্বাচনে পরিবর্তন আনতে হবে। যদিও দেশে এখন নির্বাচন হয় না। কিন্তু সামনের নির্বাচন কিছুটা হলেও সুষ্ঠু করতে হবে। আর নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টির বিজয় ঠেকাতে পারবে না।’

সরকারের সমালোচনা করে এরশাদ  বলেন, ‘৭ মার্চ স্কুলছাত্রীর ওপর নির্যাতন চালানো হলো। তার কোনও বিচার নেই। আপনারা (সরকার) আমাদের মা-বোনদের নিরাপত্তা দিতে পারেন না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেন না। আবার বড় গলায় কথা বলেন! লেখাপড়ার মান নেই, চাকরি নেই, নিরাপত্তা নেই। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকারও নেই।’

শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাদের লেখা-পড়া গোল্লায় গেছে। জিপিএ-৫ আমাদের ধ্বংস করে দিয়েছে। টিক মার্ক পদ্ধতির কারণে শিক্ষার্থীরা পর্যাপ্ত লেখাপড়া করছে না। এ পদ্ধতি বাতিল করে আগের পদ্ধতিতে ফিরে এসে শিক্ষা ব্যবস্থাকে সুস্থ ধারায় নিয়ে আসুন।’

বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, ‘আমি আগামী ২৪ মার্চের জাতীয় পার্টির মহা সমাবেশে ভঙ্গুর বিএনপিকে দেখাতে চাই জাতীয় পার্টির কত লোক আছে। আমার প্রতি অনেক অত্যাচার অবিচার করেছে।’

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রফেসর দেলোয়ার হোসেন খান, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মেজর (অব.) খালেদ আখতার, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা ইসহাক ভূঁইয়া প্রমুখ।

জাপার মহাসমাবেশে রিজভীকে হাওলাদারের আমন্ত্রণ

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার রিজভীর বক্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, ‘আপনি (রিজভী) বলেছেন, এরশাদের দল ছোট দল। তার সমাবেশে অল্প সংখ্যক লোক হবে। আমি বলতে চাই, আপনি আমাদের সমাবেশে আসুন, দেখে যান কতসংখ্যক লোক এরশাদের মহাসমাবেশে যোগ দেয়। কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না।’ তিনি বলেন, ‘৯টি বছর আমাদের অবরুদ্ধ করে রেখেছিলেন। বাচালের মতো কথা বলবেন না। সাধারণ মাটি ও মানুষের সঙ্গে এরশাদের যে সম্পর্ক আছে, তা বিএনপির নেই। জাতীয় পার্টি সবসময় সংবিধানের ধারাবাহিকতায় বিশ্বাস করে।’

হাওলাদার বলেন, ‘গত নির্বাচনে জাপা ৩শ আসনে প্রার্থী দিলে আমরাই সরকার গঠন করতে পারতাম। আগামী নির্বাচনে আমরা সে ভূল আর করবো না। মানুষ বিএনপি-আওয়ামী লীগ উভয়কে প্রত্যাখ্যান করেছে। জাতীয় পার্টিই এবার সরকার গঠন করবে ইনশাল্লাহ।’ তিনি বলেন, ‘দেশের মানুষ সুখে নেই। এবার পরিবর্তনের সময়। জাতীয় পার্টির সময়। অবহেলিত মানুষের সময়।’

 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ