X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জাপার মহাসমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১০:০২আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১০:১৪

জাতীয় পার্টির সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র উদ্যোগে শনিবার (২০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হচ্ছে। সকাল থেকেই সমাবেশে অংশ নিতে উদ্যানে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এরই মধ্যে উদ্যানের একটি বড় অংশ জুড়ে তৃণমূল নেতাকর্মীদের অবস্থান নিয়েছেন।

শনিবার সকাল থেকে জাপার নেতাকর্মীরা মিছিলসহকারে উদ্যানে আসছেন। পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে  উদ্যানে প্রবেশ করছে নেতাকর্মীরা।

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘তৃণমূলের হাজার-হাজার নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিয়েছেন। শনিবার ভোর থেকেই নেতাকর্মীরা উদ্যানে আসছেন। বেলা ১১টার দিকে সমাবেশ শুরু হবে। সমাবেশের মূল মঞ্চের পাশে থাকা  সংস্কৃতিক মঞ্চে কিরণ চন্দ্র রায়সহ দেশবরেণ্য শিল্পীরা গান গাইছেন।  সিনিয়র নেতাদের অনেকেই সমাবেশে এসেছেন।’

শনিবার সকাল ১১টার দিকে মূল সমাবেশ শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জাপার ও ইউএনএ’র চেয়ারম্যান এইচএম এরশাদ।

জাতীয় পার্টির সমাবেশে আসছেন নেতাকর্মীরা জাপার নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,  একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাসমাবেশে শোডাউনের প্রস্তুতি হিসেবে এই সমাবেশকে দেখা হচ্ছে। যদিও এই সমাবেশ থেকে নীতি-নির্ধারণী বক্তব্য আসার সম্ভাবনা কম।

সমাবেশে এরশাদ তার দল ও জোট ৩০০  আসনেই নির্বাচনের বিষয়টি পুনর্ব্যক্ত করবেন। একইসঙ্গে আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও আবার তুলে ধরবেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের ও দলের নেতাকর্মীদের কেন্দ্রীয় নির্দেশনা আসতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা।

জাতীয় পার্টির সমাবেশ তিনি বলেন, দলের নেতাকর্মীদেরকে সর্বোচ্চ নির্দেশনা রয়েছে সমাবেশে অংশ নিতে। আজকের সমাবেশ থেকে জাতির এই কঠিন সময়ে বার্তা দেবেন জাপা চেয়ারম্যান।  

শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সভামঞ্চ পরিদর্শন করেছেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, সমাবেশ থেকে এরশাদ গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। বৃহস্পতিবার তিনি ঢাকায় বিভিন্ন শাখার নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন।

 

 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা