X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

‘ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে এরশাদ সবার অধিকার নিশ্চিত করেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৯, ১৭:১৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯

জাতীয় ওলামা পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন জিএম কাদের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশের নব্বই ভাগ মানুষের মনের আশা পূরণ করেছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে  এরশাদ  দেশের সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছেন।’ রবিবার দুপুরে গুলশান-০১ সার্কেলের ইমানুয়েলস্ মিলনায়তনে জাতীয় ওলামা পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘সংবিধানে যেভাবে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছেন, তা অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সাংঘার্ষিক নয়। তিনি মসজিদের উন্নয়নে যেমন বরাদ্দ দিয়েছেন, তেমনিভাবে মন্দির, গির্জা ও প্যাগোডা-তে বরাদ্দ দিয়েছেন।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘৯ম সংসদে সংবিধানের অনেক সংশোধন হয়েছে, কিন্তু রাষ্ট্রধর্ম বিষয়ে কোনও সংশোধনী বা পরিবর্তন আনতে হয়নি।’ তিনি বলেন, ‘যারা অন্যায় ও অবিচার করে তারাই ইসলাম ও মুসলমানদের ভয় করে। তাই বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর আঘাত আসছে। জাপা রাষ্ট্র ক্ষমতায় গেলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ব্যবস্থা করে এরশাদের স্বপ্ন পূরণ করবে।’

দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘ইসলাম ছাড়া হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই এরশাদের স্বপ্নের ইসলামি মূল্যবোধের সরকার ব্যবস্থা নিশ্চিত করতে জাপা কাজ করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ইসলামি মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলো এক হলে আগামী নির্বাচনে জাপা সরকার গঠন করতে সক্ষম হবে।’

জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক ক্বারী হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন  জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, ওলামা পার্টির মাওলানা সাইখুল হাদিস, ড. আবুল কাইয়ুম আজাহারী, মাওলানা মোহাম্মদ এবিএম মোস্তফা কামাল চৌধুরী, মাওলানা মোহাম্মদ মুফতি মাহমুদি, মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ জিহাদী, মাওলানা ক্বারী মোহাম্মদ আজিজুল হক সরকার প্রমুখ।  

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম
সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
এশিয়ান কাপে অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য কতটা?
এশিয়ান কাপে অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য কতটা?
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল