X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রী টাকা পাচারকে ভালো কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ২১:৫১আপডেট : ২৮ জুন ২০২২, ২১:৫১

বাজেটেকর প্রদানের মাধ্যমে পাচারের টাকা দেশে ফেরত প্রস্তাবকে আনার অর্থমন্ত্রী ‘টাকা পাচারকে ভালো কাজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন বলে দাবি করেছেন সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, অর্থমন্ত্রী সবসময় অর্থপাচার অস্বীকার করতেন। কিন্তু পাচারকে কেবল স্বীকৃতি দেননি। ভালো কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা  বলেন।

বিদেশে পাচার হওয়া অর্থ করপ্রদানের মাধ্যমে বৈধ করতে বাজেট প্রস্তাবের সমালোচনা করে জিএম কাদের বলেন, কর দিলেই অবৈধ অর্থ বৈধ হয়ে যাবে। এটা থেকে তো দুষ্টের দমন আর শিষ্টের পালন হচ্ছে না। বরং দুষ্টের পালন ও শিষ্টের দমন হচ্ছে। এটা সুশাসন বিরোধী। আমরা কখনও সমর্থন করতে পারি না। আমি মনে করি অর্থ পাচারকারীরা কেউ ফেরত আনবে না। বরং পাচার যাতে না হয় এবং পাচারকারীদের শাস্তির আওতায় আনা হবে সঠিক কাজ।

প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ঘাটতি বাজেটে উল্লেখ করে তিনি বলেন, এই বাজেট গতানুগতিক ও উচ্চাভিলাষী। বাজেটের সব খাতে ব্যয় বেড়েছে কিন্তু কোনও দর্শন চোখে পড়েনি। করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতা ও অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে এই বড় বাজেট অস্বাভাবিক। আমার মনে হয় না উন্নয়ন বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সম্ভব হবে বলে মনে হয় না বরং এটি আরও বাড়তে পারে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা সম্ভব হ বেনা বলে তিনি আশঙ্কার কথা জানান। দেশে বৈদেশিক রিজার্ভ দিনকে দিন কমছে বলে দাবি করেন জিএম কাদের।

তিনি বলেন, বর্তমান সরকারি ঋণের পরিমাণ ১৩ লাখ ৫১ হাজার কোটি টাকা। জিডিপির ৩৪ শতাংশের মত। মাথাপিছু ঋণের পরিমাণ ৭৯ হাজার ১০৩ টাকা। বাজেট শেষে ঋণের পরিমাণ দাঁড়াবে ১৬ লাখ ৯ হাজার ৭৯২ কোটি টাকা। মাথাপিছু ঋণ হবে ৯২ হাজার ৬৬২ টাকা। মাথাপিছু বৈদেশিক ঋণ দাঁড়াবে ৩৫ হাজার ২৯৩ টাকা এবং দেশীয় ঋণ ৫৭ হাজার ৩৬৮ টাকা।

জিএম কাদের বলেন, আয় কমেছে ব্যয় বেড়েছে। অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ও অবনতিশীল। বেকারত্ব বাজছে। বৈদেশিক মুদ্রা সন্তোষজনক পর্যায়ে রাখার দিকনির্দেশনা নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ বিনিয়োগ উল্টো দিকে চলছে। সমাধানের দিক নির্দেশনা বাজেটে নেই। সংসদ সদস্যদের অবসর ভাতা চালু করার দাবি করেন তিনি।

 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী