X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জিএম কাদের

‘আমেরিকা আমাদের চিঠি দিলো, এ নিয়ে চা খেতে খেতে যা আলাপ হয়’

সালমান তারেক শাকিল
১৪ নভেম্বর ২০২৩, ২২:৫১আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২৩:০৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি জানান, আজকের সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাৎকার ছিল। এটা কোনও আনুষ্ঠানিক বৈঠক ছিল না।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলেন জি এম কাদের। তিনি উল্লেখ করেন, ‘সাক্ষাৎকার ভালো ছিল। কয়েক দিন আগে উনি আমাকে টেলিফোন করেছিলেন। আজকে আবার ফোন করে বললেন, ফ্রি থাকলে আসেন।’

জি এম কাদের বলেন, ‘এমনি কিছু না, উনার সঙ্গে আমার আগের পরিচয়। প্রেসিডেন্ট হওয়ার পর আমাকে টেলিফোন করেছিলেন। যা হোক, একটা সম্পর্ক ছিল। তাই মনে করলাম আজকে দেখা করে আসি।’

আলোচনায় তফসিলের কোনও প্রসঙ্গে ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘নাহ, তফসিল বিষয়ে কিছু না। তফসিল উনার ইয়ে-তে আসে কিনা জানি না। এসব বিষয়ে কোনও আলাপ হয়নি।’

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত দলের একটি অনুষ্ঠানে জি এম কাদের বলেন, ‘নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তী সময়ে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে?’

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জি এম কাদের যোগ করেন, ‘এমনি আমেরিকা আমাদের চিঠি দিলো, এই বিষয়ে চা খেতে খেতে যা আলাপ হয়। অফিসিয়াল কোনও আলাপ না, সৌজন্যমূলক ছিল।’

জি এম কাদের জানান, ‘প্রায় ৪০-৪৫ মিনিট সেখানে ছিলাম। আমার সঙ্গে মাসরূর মাওলা ছিলেন। আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ছিল।’

জাপার একটি সূত্র জানায়, সাক্ষাতের সময় জি এম কাদের তার লেখা একটি বই রাষ্ট্রপতির হাতে তুলে দেন। সোমবার (১৩ নভেম্বর) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকেও তার রচিত গ্রন্থ উপহার দেন।

জি এম কাদেরের এই সাক্ষাৎ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোতেও আলোচনা শুরু হয়েছে। রাজনীতিতে নতুন করে জি এম কাদের সামনে আসতে পারেন, এমন সম্ভাবনার বিষয়টিও আলোচনায় রয়েছে। যদিও এখনই কেউ মন্তব্য করতে রাজি হননি স্বনামে।

আরও পড়ুন:

এখন নির্বাচনে গেলে স্যাংশন আসতে পারে: জিএম কাদের

/জেডএ/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড