X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জিএম কাদের

‘আমেরিকা আমাদের চিঠি দিলো, এ নিয়ে চা খেতে খেতে যা আলাপ হয়’

সালমান তারেক শাকিল
১৪ নভেম্বর ২০২৩, ২২:৫১আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২৩:০৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি জানান, আজকের সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাৎকার ছিল। এটা কোনও আনুষ্ঠানিক বৈঠক ছিল না।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলেন জি এম কাদের। তিনি উল্লেখ করেন, ‘সাক্ষাৎকার ভালো ছিল। কয়েক দিন আগে উনি আমাকে টেলিফোন করেছিলেন। আজকে আবার ফোন করে বললেন, ফ্রি থাকলে আসেন।’

জি এম কাদের বলেন, ‘এমনি কিছু না, উনার সঙ্গে আমার আগের পরিচয়। প্রেসিডেন্ট হওয়ার পর আমাকে টেলিফোন করেছিলেন। যা হোক, একটা সম্পর্ক ছিল। তাই মনে করলাম আজকে দেখা করে আসি।’

আলোচনায় তফসিলের কোনও প্রসঙ্গে ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘নাহ, তফসিল বিষয়ে কিছু না। তফসিল উনার ইয়ে-তে আসে কিনা জানি না। এসব বিষয়ে কোনও আলাপ হয়নি।’

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত দলের একটি অনুষ্ঠানে জি এম কাদের বলেন, ‘নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তী সময়ে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে?’

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জি এম কাদের যোগ করেন, ‘এমনি আমেরিকা আমাদের চিঠি দিলো, এই বিষয়ে চা খেতে খেতে যা আলাপ হয়। অফিসিয়াল কোনও আলাপ না, সৌজন্যমূলক ছিল।’

জি এম কাদের জানান, ‘প্রায় ৪০-৪৫ মিনিট সেখানে ছিলাম। আমার সঙ্গে মাসরূর মাওলা ছিলেন। আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ছিল।’

জাপার একটি সূত্র জানায়, সাক্ষাতের সময় জি এম কাদের তার লেখা একটি বই রাষ্ট্রপতির হাতে তুলে দেন। সোমবার (১৩ নভেম্বর) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকেও তার রচিত গ্রন্থ উপহার দেন।

জি এম কাদেরের এই সাক্ষাৎ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোতেও আলোচনা শুরু হয়েছে। রাজনীতিতে নতুন করে জি এম কাদের সামনে আসতে পারেন, এমন সম্ভাবনার বিষয়টিও আলোচনায় রয়েছে। যদিও এখনই কেউ মন্তব্য করতে রাজি হননি স্বনামে।

আরও পড়ুন:

এখন নির্বাচনে গেলে স্যাংশন আসতে পারে: জিএম কাদের

/জেডএ/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির দণ্ড মওকুফের তালিকা প্রকাশ প্রশ্নে হাইকোর্টের রুল
রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সাক্ষাৎ
বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, ঈদগাহে প্রধান উপদেষ্টা
সর্বশেষ খবর
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ