X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জনগণের ওপর চেপে থাকা সরকারকে প্রশ্রয় দেবে না ভারত: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ১৭:৩৮আপডেট : ২০ জুন ২০১৬, ১৭:৩৮






মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের এমন সরকারকে প্রশ্রয় দেবে না যারা জনগণের ওপর চেপে বসে আছে। সোমবার (২০ জুন) দুপুরে রাজধানীর ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেশব্যাপী গণগ্রেফতারের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে  এসব কথা বলেন মির্জা ফখরুল।

ফখরুল বলেন, আমরা সব সময় প্রত্যাশা করবো ভারতবর্ষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সঙ্গেই থাকবে। তারা এমন কোনও শক্তি বা সরকারকে প্রশ্রয় দেবে না, সহযোগিতা করবে না, যারা জনগণের ওপর জোর করে চেপে বসে রয়েছে।

গতকাল বাৎসরিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ। প্রত্যাশা করি ভারতবর্ষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সঙ্গে থাকবে। কিন্তু তারা সমর্থন করছে সেই সরকারকে যারা দেশের গণতন্ত্রকামী মানুষের ওপর চড়াও হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রগতিশীল, সেক্যুলার ও সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার ঘটনায় সন্দেহভাজনদের ধরতে বাংলাদেশ সরকারের বিশেষ অভিযানকে পূর্ণ সমর্থন জানায় ভারত। দিল্লিতে রবিবার (১৯ জুন) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘এটা আমাদের স্বীকার করতেই হবে যে, শেখ হাসিনা সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিচ্ছে এবং তাদের ধরতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না। ইতোমধ্যেই বাংলাদেশজুড়ে তিন হাজারেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশ মির্জা ফখরুল বলেন, গুপ্তহত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা আড়াল করতেই দেশব্যাপী গণগ্রেফতার অভিযান চালানো হচ্ছে। আসলে সবদিক থেকে ব্যর্থ এই সরকার গুপ্তহত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের ব্যর্থতাকে জনদৃষ্টির আড়াল করতেই গণগ্রেফতার চালাচ্ছে। বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়ে জঙ্গি দমনের নামে বিএনপির নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে।'

সত্যিকার অর্থে বাংলাদেশ স্বাধীন দেশ নয়- মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের কোনও অধিকার নেই। বাংলাদেশে একেবারে একটি ফ্যাসিবাদী সরকারের নিয়ন্ত্রণে পড়ে গেছে।  আমাদের বিক্ষোভ সমাবেশ করার কথা বাইরে, সেটাও আমাদের করতে দেওয়া হয় না। গতকাল একটি ইফতার মাহফিল ছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া, সেটাও করতে দেওয়া হয়নি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন,  বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার,  নির্বাহী কমিটির সদস্য মুন্সী আবুল বাসেদ আঞ্জু, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, যুবদলের সহ সভাপতি আব্দুল খালেক,  স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি লিটন মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন- 

যারা নারী-শিশুদের পুড়িয়ে হত্যা করেছিল তারাই এ অস্ত্র এনেছে: ডিএমপি কমিশনার
তিন মাসেও অধরা তনুর খুনিরা



/এসটিএস/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
এই ৫ কথা প্রকাশ্যে না আনাই ভালো
এই ৫ কথা প্রকাশ্যে না আনাই ভালো
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৯ জুলাই
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৯ জুলাই
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?